গত কালকের বর্তমানের কথা র খবরের জেরে প্রশাসনিক তৎপরতায় কালিয়াগঞ্জ শ্রীমতী নদীর একাংশ ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হল
1 min readগত কালকের বর্তমানের কথা র খবরের জেরে প্রশাসনিক তৎপরতায় কালিয়াগঞ্জ শ্রীমতী নদীর একাংশ ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৯ মে:বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠু দেব গুপ্ত প্রকাশ্য দিবালোকে শ্রীমতী নদীর একাংশ দখল করে ট্রাক্টরের মাধ্যমে মাটি ফেলে ভরাট করছিল।বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং অতর্কিতে সেখানে গিয়ে পৌছায়।খবর পেয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা ঘটনা স্থল গুদরী বাজারের নদী ভরাট স্থলে গিয়ে উপস্থিত হন।
উপস্থিত হন কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী সাথে বেশ কিছু পুলিশ বাহিনী নিয়ে। কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং বলেন নদী ভরাট করার অর্থ সরকারি আইনকে অমান্য করা।এটা কোন ভাবেই চলতে পারেনা।তাই তাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দাযের করা হবে বলে জানান। বেআইনিভাবে নদীর কিছু অংশ ভরাট করার অভিযোগ আনেন কালিয়াগঞ্জ পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মনোজ সরকার সহ গুদরী বাজার এলাকার বাসিন্দারা।তাদের অভিযোগ কালিয়াগঞ্জ শহরের এক শ্রেনীর মানুষ জবর দখল করে নদীর কিছু কিছু অংশ দখল করে নদীর একাংশ মাটি দিয়ে নিজের ইচ্ছামত ভরাট করার কাজ করে আসছে। মনোজ সরকার বলেন তিনি কোন ভাবেই সরকারে সম্পত্তি শ্রীমতী নদীকে জবর দখল করতে দেবেন না বলে জানান।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌর সভা খুব শীঘ্রই পৌর সভার উদ্যোগে নদী সংস্কারের কাজ পৌর সভার সামর্থ অনুসারে কাজ করবার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।তিনি বলেন যে সমস্ত ব্যক্তিরা নদীর কিছু কিছু অংশ মাটি দিয়ে ভরাট করেছে তাদের নিজেদের পয়সা খরচ করে মাটি তুলে ফেলতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন। কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জী বলেন কালিয়াগঞ্জ থানায় অভিযোগ জানালে আমি তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নিতে পিছপা হবনা বলে জানান।কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির সহ সম্পাদক ড:কাঞ্চন দে বলেন কালিয়াগঞ্জ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর,কালিয়াগঞ্জ পৌর সভা এবং কালিয়াগঞ্জ থানা যে তৎপরতার সাথে কালিয়াগঞ্জ শহরের গুদরী বাজার এলাকায় বেআইনি ভাবে নদী ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে যা অভিনন্দন যোগ্য প্রয়াস বলা যায়। আমারা চাই কালিয়াগঞ্জ শহরের মানুষ এই ভাবে শ্রীমতী নদীর বেআইনি দখল দারীদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে শ্রীমতী নদীকে বাঁচানোর চেষ্টা করবে বলেই তাদের বিশ্বাস।