October 23, 2024

ডালখোলায় জাল বিদেশি মদ কারখানার হদিশ ,গ্রেপ্তার ৬

1 min read

ডালখোলায় জাল বিদেশি মদ কারখানার হদিশ

মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলাঃ ডালখোলায় আবগারী দপ্তরের অভিযানে জাল বিদেশি মদ কারখানার হদিশ পাওয়া গেছে। এ অভিযানে ১২০০ লিটার জাল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন বিদেশি মদ কোম্পানির বাক্স, ৪৬০০ লিটার কাঁচামাল স্পিরিট, এবং বিভিন্ন কোম্পানির বোতলের ছিপি ও লেবেল সহ একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে। অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে আবগারী দপ্তরের পুলিস।

 

উদ্ধার হওয়া জাল বিদেশি মদ এবং মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।ডালখোলায় জাল বিদেশি মদ কারখানার হদিশডালখোলা থানার রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুশিলাপুর গ্রামে সোমবার গভীর রাতে আবগারী দপ্তরের পুলিস একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল বিদেশি মদ তৈরির কারখানার হদিশ পায়। বাড়ির ভেতর থেকে ১২০০ লিটার জাল বিদেশি মদ, ৪৬০০ লিটার কাঁচামাল স্পিরিট, এবং বিভিন্ন বিদেশি মদ কোম্পানির বোতলের ছিপি ও লেবেল উদ্ধার করা হয়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ও করনদিঘি ব্লকে জাল মদের কারখানাগুলো বৃদ্ধি পেয়েছে। এই মদ বিহারে পাচারের আগে স্থানীয় পুলিস বেশ কয়েকবার অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।ডালখোলা আবগারী দপ্তরের আইসি সুদিপ্ত দাস জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ইসলামপুর আদালতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত এখনো পলাতক, তবে তদন্ত চলছে এবং শীঘ্রই তার খোঁজ পাওয়া যাবে। উদ্ধার হওয়া মদ এবং সরঞ্জামের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *