December 21, 2024

মা বয়রা মায়ের স্বর্ণালঙ্কার কালিয়াগঞ্জ থানা থেকে মাথায় করে মন্দিরে আনছেন বিধায়ক সৌমেন রায়,আই সি সুবল ঘোষ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময়

1 min read

মা বয়রা মায়ের স্বর্ণালঙ্কার কালিয়াগঞ্জ থানা থেকে মাথায় করে মন্দিরে আনছেন বিধায়ক সৌমেন রায়,আই সি সুবল ঘোষ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১২ নভেম্বর:রবিবার দীপাবলির পূর্ন প্রভাতে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মা বয়রা কালির পূজায় সকাল থেকেই শুরু হয়েছে চরম তৎপরতা চোখে পরে।রবিবার সকালে দেখা যায় মায়ের গায়ের স্বর্ণালঙ্কার কালিয়াগঞ্জ থানার লকার থেকে বের করে অভিনব ভাবে ভক্তি নিষ্ঠার সাথে কয়েকটি বাক্সে ভাগ করে কালিয়াগঞ্জ থানা থেকে মায়ের মন্দিরে মাথায় করে আনছেন কালিয়া গঞ্জের বিধায়ক সৌমেন রায়,কালিয়াগঞ্জ থানার আই সি সুবল ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার।

 

 

কালিয়া গঞ্জের বিধায়ক এক প্রশ্নের উত্তরে মা বয়রা মায়ের স্বর্ণালঙ্কার মাথায় করে নিয়ে মায়ের মন্দিরে যাবার সৌভাগ্য কজনার হয়।মা আমাকে এই সুযোগ করে দেওয়ায় মায়ের কাছে আমি চির কৃতজ্ঞ।কালিয়াগঞ্জ থানার আই সি বলেন সবই মায়ের ইচ্ছা।

 

 

 

 

মা যা বলছেন তাই আমরা করছি।এসব তারই মহিমা।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন বলতেই হবে আমরা অবশ্যই ভাগ্যবান। মায়ের গহনা মন্দিরে আনার পর মায়ের গায়ে গহনা পরিয়ে দেন লাহিড়ী পরিবারের রজতেশ লাহিড়ী প্রতিবারের ন্যায় এবারও মাকে গহনা পরিয়ে দেন।মাকে সাজানোর পর কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় মা বয়রা কালির পূজার উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *