January 9, 2025

কালিয়াগঞ্জের রানিং বুলেট ফুটবল মাঠে অবাধে সন্ধ্যার পর মদের আসর,পুলিশ নির্বিকার, বিজেপি ,ডান এবং বামেদের একযোগে প্রতিবাদ

1 min read

কালিয়াগঞ্জের রানিং বুলেট ফুটবল মাঠে অবাধে সন্ধ্যার পর মদের আসর,পুলিশ নির্বিকার, বিজেপি ,ডান এবং বামেদের একযোগে প্রতিবাদ

 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ জুন:,উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নাম বর্তমানে খবরের শিরোনামে প্রতিনিয়ত স্থান করে নিয়েছে গত এপ্রিল মাসের ছাত্রী মৃত্যুর ও তরতাজা যুবকের মৃত্যুর ঘটনা। কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে একদিকে যেমন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে সন্ধ্যার পর মদের আসর বসে থাকে।ঠিক একইরকম ভাবে নূতন করে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের দেখা দেখি শহরের হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাবের খেলার মাঠ যেন খেলাধুলার পরিবর্তে মদের আসরে রূপান্তরিত হয়েছে বলা যেতেই পারে। সকাল বেলা রানিং বুলেট ক্লাবের পাশ দিয়ে রাস্তা ধরে গেলে দেখা যায় মদের বিভিন্ন ধরনের বোতল পড়ে থাকতে।

 

 

 

কালিয়াগঞ্জ পৌর শহরের ১১নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা কাউন্সিলর পিয়ালী সাহা দাস এক সাক্ষাৎকারে বলেন রানিং বুলেট ক্লাবের মাঠের একটা ঐতিহ্য আছে।সেই মাঠের ঐতিহ্য কোন ভাবে আমরা হারাতে দেবনা বলে কাউন্সিলর পিয়ালী সাহা দাস জানান।তিনি বলেন কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উচিৎ সন্ধ্যার পর মাঠের দিকে কঠোর দৃষ্টি দেওয়া উচিৎ বলে তিনি মনে করেন।তিনি বলেন এই মাঠে সাংসদ দেবশ্রী চৌধুরীকে বলে আরো একটি হাই মাস্ক ল্যাম্পের তিনি ব্যাবস্থা করবেন বলে জানান।

 

কংগ্রেস নেতা প্রভাষ সরকার বলেন সন্ধ্যার পর কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ের মাঠগুলিতে মদের আসর বসলেও বিদ্যালয়ের পরিচালনা সমিতি এবং পুলিশ প্রশাসন কোন এক অজ্ঞাত কারনে এর বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করতে পারেনা।ফলে প্রতি নিয়ত এই সংখ্যা ক্রমশ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মনে করেন।অবিলম্বে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা উচিত বলে তিনি মনে করেন। কালিয়াগঞ্জ বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান দেবাশীষ পাত্তা দার বলেন বিদ্যালয়ের মাঠে আমরা এসব কোন দিন আগে দেখিনি।তিনি বলেন অবিলম্বে পুলিশের সহায়তায় এবং কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে অল্প বয়সি ছেলেদের স্বার্থের দিকে তাকিয়ে এর নির্মূল করবার চেষ্টা করতে হবে।

 

 

কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম বিলাস সাহা বলেন তার কাছে অভিযোগ যে আসেনি তা নয়।আমাকে অনেকেই বলেছে হাসপাতাল পাড়ার স্কুল কলেজের ছেলেরা সন্ধ্যার পরে রানিং বুলেট ক্লাবের মাঠে গিয়ে মদের আসরে বসছে।মাঠে পরে থাকতে দেখা যায় সবধরনের নামি দামি মদের বোতল।এর ফলে কালিয়াগঞ্জ শহরের একদিকে যেন পরিবেশ নষ্ট হতে বসেছে তেমনি অনেক উঠতি ছেলেদের ভবিষ্যত নষ্ট হবার পথে।তাই আমি কালিয়াগঞ্জ থানার আই সির সাথে কথা বলে খুব শীগ্রই একটি সিদ্ধান্ত নেব ভু পৌর পিতা রাম নিবাস সাহা।

1 thought on “কালিয়াগঞ্জের রানিং বুলেট ফুটবল মাঠে অবাধে সন্ধ্যার পর মদের আসর,পুলিশ নির্বিকার, বিজেপি ,ডান এবং বামেদের একযোগে প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..