January 8, 2025

সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে নাগরিক সচেতনতার পথসভা_

1 min read

সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে নাগরিক সচেতনতার পথসভা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ, ১জুন বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যাতে সাধারন মানুষের গণতান্ত্রিক অধিকার কোন ভাবেই ক্ষুন্ন না হয় সে ব্যাপারে গণতন্ত্র সুরক্ষায় পথ সভার আয়োজন করা হয়।কালিয়াগঞ্জ শহরের প্রথম পথ সভাটি অনুষ্ঠিত হয় মহেন্দ্র গঞ্জ বাজারের ফোয়ারা মোড়ে।সেভ ডেমোক্রেসি সম্পর্কে সাধারন পথ চলতি মানুষদের মধ্যে একটা ধারনা দিতে অর্থাৎ গণতন্ত্র সুরক্ষার ব্যাপারে ধারনা দিতে বক্তব্য রাখেন সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক তথা কালিয়াগঞ্জ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ড:পীযুষ কুমার দাস।তিনি পথ সভায় বিস্তারিত ভাবে বলতে গিয়ে বলেন সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজ কালিয়াগঞ্জ শহরে গঠন করা হয়েছে গণতন্ত্রের পাহারাদার হিসাবে।সবাই গণতন্ত্র কথাকে ব্যাবহার করলেও গণতন্ত্রকে সেইভাবে সন্মান না দিয়ে যথেচ্ছাচার ভাবে গণতন্ত্রের নামে অধিকাংশ ক্ষেত্রেই অগণতান্ত্রিক ভাবে কাজ করে চলেছে।

 

সাধারন মানুষের আপদে বিপদে তাদের পাশে যাবো, তারা যাতে ন্যায় বিচার পায় আমরা তাদের পক্ষে কাজ করবো।যেমন গত ২১ এপ্রিলের সাহেবঘাটা ঘটনায় মৃতা ছাত্রীর বাড়িতে আমাদের সেভ ডেমোক্রেসির কলকাতার নেতা চঞ্চল চক্রবর্তীকে নিয়ে আমরা সেখানে গেছি,পরবর্তীতে রাধিকাপুরের চাঁদগায়ে পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মণের বাড়িতে সেভ ডেমোক্রেসির সদস্যরা গিয়ে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়ছে তার প্রতিবাদ করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক ড:পীযুষ কুমার দাস বলেন আমরা চাই দুই নিহতের পরিবার উপযুক্ত তদন্তের মাধ্যমে যাতে ন্যায় বিচার যাতে পায় সেদিকে আমাদেরও চেষ্টা করতে হবে।মহেন্দ্রগঞ্জ বাজারের ফোয়ারা মোড়ে সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক।সমাজের পক্ষে জোরালো বক্তব্য রাখেন শুভব্রত চক্রবর্তী,বিবেকানন্দ মোড়ে বক্তব্য রাখেন প্রিয় রঞ্জন পাল,এবং সুকান্ত মোড়ে বক্তব্য রাখেন সেভ ডেমোক্রেসির নেতা সুভাষ রাহা,অ্যাডভোকেট সুমনা গুহ।

সেভ ডেমোক্রেসির যুগ্ম আহ্বায়ক চন্দন চক্রবর্তী বলেন আমরা চাই আমাদের সেভ ডেমোক্রেসির সংগঠন কে মজবুত করতে কালিয়াগঞ্জের শুভবুদ্ধি সম্পন্য মানুষেরা এই সংগঠনের সাথে যুক্ত হোক। পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ পাল,প্রদীপ রায়,শান্তনু বিশ্বাস, সংঘমিত্রা ভট্টাচার্য চক্রবর্তী এবং শ্রাবস্তী মুখার্জী সহ অনেকেই।

3 thoughts on “সেভ ডেমোক্রেসির পক্ষে কালিয়াগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে নাগরিক সচেতনতার পথসভা_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..