কালিয়াগঞ্জে ভ্রাম্যমাণ সাহিত্য সংস্থা “প্রতীতির উদ্যোগে ” কবি প্রণাম”
1 min readকালিয়াগঞ্জে ভ্রাম্যমাণ সাহিত্য সংস্থা “প্রতীতির উদ্যোগে ” কবি প্রণাম”
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৬মে: গত রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সঙ্গীত শিল্পী বল্লভ মাহাতোর হাসপাতাল পাড়ার বাস ভবনে অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ ভ্রাম্যমান সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির উদ্যোগে “কবিপ্রণাম”.।অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে মাল্য ও পুষ্প প্রদান করেন সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ড: কাঞ্চন দে এবং প্রদীপ রায়ের পাশা পাশি উপস্থিত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ও উপস্থিত দর্শক গন।অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী অংশুমান রায়।অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তপন কুমার চক্রবর্তী, ড কাঞ্চন দে,মৃন্ময় কর ,
রাধিকা রঞ্জন দেব ভূতি,সুমনা গুহ।নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের ভুয়সী প্রশংসা অর্জন করে কঙ্কনা দে। সঙ্গীত পরিবেশন করেন শ্যামলী সরকার,অরুণ ঘোষ,অমিত কমল গুহ,অন্বেষা সাহা দেব মাল্য চৌধুরী ও গৌতম কুমার বিশ্বাস।স্বরচিত আবৃত্তি পাঠ করে শোনান দেবাশীষ চৌধুরী, চন্দ্র নাথ সাহা,রিংকু মোদক , রাই মোদক,কঙ্কনা দে প্রদীপ কুমার রায়।আবৃত্তি পাঠ করে শোনান তপন কুমার চক্রবর্তী এবং বিপুল মৈত্র। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের সুরে অসাধারন বেহালা বাজিয়ে
উপস্থিত দর্শকদের উচ্চ প্রশংসা পান বল্লভ মাহাতো।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু ভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করতে দেখা যায় সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়কে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
প্রতীতির পত্রিকা সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি।অনুষ্ঠানে প্রচুর দর্শক সমাগম হয়।সমগ্র অনুষ্ঠানে তবলা সংগতে সহযোগিতা করেন বিশিষ্ট তবলা বাদক প্রতুল মজুমদার এবং বল্লভ মাহাতো।