January 8, 2025

শিক্ষামূলক ভ্রমনে কালিয়াগঞ্জ কলেজের ইতিহাস বিভাগ

1 min read

শিক্ষামূলক ভ্রমনে কালিয়াগঞ্জ কলেজের ইতিহাস বিভাগ

বিপুল মণ্ডল,কালিয়াগঞ্জ,৫ই মে:৪ এবং ৫ ই মে,২০২৩ ,কালিয়াগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডঃ পীযুষ কুমার দাস,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড: বিপুল মণ্ডল এবং বিভাগের অনান্য অধ্যাপক বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি শিক্ষামূলক ভ্রমন।এই ভ্রমণে ষষ্ঠ সেমিস্টার এর প্রায় ৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল।বিভাগীয় শিক্ষক ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষকরাও এই ভ্রমনে অংশগ্রহন করেছিল।ছাত্রছাত্রীরা প্রথমে ইন্দো- নেপাল বর্ডার পরিদর্শন করে নেপালের কাকারভিটা অঞ্চল পরিদর্শন করে।

 

এরপর নকশাল আন্দোলের জন্মভূমি নাকশালবাড়িতে কার্ল মার্ক্স, লেনিন, এবং নকশাল আন্দোলের জনক চারুচন্দ্র মজুমদার এর মূর্তি প্রদর্শন করে এবং সেখানে নকশাল আন্দোলনের পটভূমি, সাফল্য, ব্যর্থতা, এবং বর্তমান পরিস্থিতি তে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান বিপুল মণ্ডল।এরপর ছাত্রছাত্রীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্রয় সংগ্রহশালা পরিদর্শন এ আসে।

সেখানে ছাত্রছাত্রীরা পাল,সেন যুগের বিভিন্ন বিষ্ণুমূর্তি, উমামহেস্বর প্রভৃতি সহ বিভিন্ন যুগ তাহা পাল, সেন, সুলতানি, মুঘল এবং কোচবিহারের নারায়নিমুদ্রা সহ বিভিন্ন মুদ্রার সংগ্রহ দেখে ছাত্রছাত্রীদের মধ্যে কৌতুহল আরো বেড়ে যায়।এরপর ছাত্রছাত্রীরা শিলিগুড়ি বিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করে তারা কালিয়াগঞ্জ এ ফিরে আসে। এই ভ্রমণে অন্যান্য অধ্যাপক দের মধ্যে উপস্থিত ছিলেন অসীম কুমার মৃধা,অরূপ কুমার দাস,সঞ্জীব কুমার ঝা এবং শিক্ষাকর্মী বন্ধু চন্ঞ্চল রায়।ছাত্রছাত্রীরাও এই ভ্রমনে দারুন ভাবে আনন্দিত।আসলে চিরাচরিত শিক্ষার বাইরে গিয়ে একটু আলাদা অনুভূতি ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যেই এই ভ্রমণের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..