আয়কর ও ইডির যৌথ তল্লাশি শেষে কৃষ কল্যাণী জানালেন তিনি একজন সাদা মানুষ সাদাই থাকবেন
1 min readআয়কর ও ইডির যৌথ তল্লাশি শেষে কৃষ কল্যাণী জানালেন তিনি একজন সাদা মানুষ সাদাই থাকবেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৪ মে:দীর্ঘ ৩০ ঘন্টার বেশি আয়কর ও ইডির যৌথ তল্লাশি শেষে রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্য বিধান সভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের জানান তিনি একজন সাদা মানুষ।তাকে যতই ওয়াশিং মেশিনে ঢোকানো হোক তিনি সাদা সাদাই থাকবেন কালো দাগ তার গায়ে কোন দিন লাগবেনা বলে সাংবাদিকদের জানান।
কৃষ্ণ কল্যাণী বলেন আয়কর ও ইডি তাদের কাজ করেছেন।আমি তাদের সবরকম সহযোগিতা করেছি মাত্র। প্রকাশ,বুধবার ভোর থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক নাগাড়ে তল্লাশি চালিয়ে তারা কৃষ্ণ কল্যাণীর বাড়ি থেকে বেরিয়ে চলে যান।বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরে বৃষ্টির মধ্যেই শিলিগুড়ি মোড় থেকে তার বিধায়ক অফিসে সমর্থকদের সাথে হেঁটে গিয়ে উপস্থিত হন।