বিশিষ্ট শিক্ষক প্রমথ নাথ দাসের জীবনাবসান,কালিয়াগঞ্জে শোকের ছায়া
1 min readবিশিষ্ট শিক্ষক প্রমথ নাথ দাসের জীবনাবসান,কালিয়াগঞ্জে শোকের ছায়া
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৪ ফেব্রুয়ারি:মঙ্গলবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথ নাথ দাস দীর্ঘ রোগ ভোগের পর মঙ্গলবার দুপুরে না ফেরার দেশে চলে যান।মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৫ বছর।মৃত্যু কালে তিনি দুইপূত্র,স্ত্রী এবং নাতি নাতনি রেখে যান।প্রমথ নাথ দাসের মৃত্যুর খবরে কালিয়াগঞ্জে শোকের ছায়া নেমে আসে।খবর দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে তার কলেজপাড়ার বাসভবনে অসংখ্য গুণমুগ্ধ ব্যক্তিরা এবং ছাত্ররা তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন।
প্রমথ নাথ দাস ছিলেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ফিজিক্সের একজন স্বনামধন্য শিক্ষ্ক। যার হাত দিয়ে এই বিদ্যালয়ের অনেক ছাত্র আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।প্রয়াত প্রমথ নাথ দাস ফিজিক্স বিষয়কে এমন প্রাঞ্জল ভাষায় ছাত্র দের বুঝিয়ে দিতেন যা সকলের কাছেই ছিল সহজেই গ্রহনযোগ্য। সেই কারনেই প্রয়াত প্রমথ নাথ দাসের নাম সারা পশ্চিম দিনাজপুর জেলার ফিজিক্সের শিক্ষ্কের মধ্যে অন্যতম ছিলেন। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয়ে শিক্ষ্ক হিসাবে যোগদেন ১৯৫৯ সালের আগস্ট মাসের ১২,তারিখে।অবসর গ্রহন করেন ১৯৯৮ সালের ৩১ শে অক্টোবর। প্রয়াত প্রমথ নাথ দাসের স্ত্রী গীতা দাস তিনি যেমন শিক্ষিকা ছিলেন তেমনি তার সাথে তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত হস্ত শিল্পী।তার হাতের তৈরি কাজের জন্য তিনি এতদ অঞ্চলে প্রতিষ্ঠিত ছিলেন। প্রমথ দাসের দুই পুত্রের মধ্যে একজন ভিন রাজ্যে ইঞ্জিনিয়র এবং অপর জন প্রসূন দাস ফতেপুর হাই স্কুলের প্রধান শিক্ষক।