December 21, 2024

উত্তরবঙ্গে ভূমিষ্ঠ হল ভূমিপুত্র ইউনাইটেড পার্টি

1 min read

উত্তরবঙ্গে ভূমিষ্ঠ হল ভূমিপুত্র ইউনাইটেড পার্টি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৩ ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের মানচিত্রে আর এক নূতন রাজনৈতিক দল ভূমিষ্ঠ হল “ভূমিপুত্র ইউনাইটেড দলের নাম নিয়ে।উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনজাতি, উপজাতি, ছিন্নমূল উদ্বাস্তুদের দাবী তারা ভারতীয় ভূমিপুত্র হলেও স্বাধীনতার ৭৫ বছর পরেও তারা বঞ্চিত ও লাঞ্ছিত।

তাই উত্তরবঙ্গের এইসব জনজাতি, উপজাতি, উদ্বাস্তুদের নেতৃত্ব বর্ষিয়ান রাজনৈতিক নেতা বাজলে রহমান, মুহাম্মদ সারোয়ারদি, মুন্সি মার্ডি, রমেশ চন্দ্র সিংহ, রূপক রায়, আনোয়ারুল ইসলাম প্রমুখ ব্যক্তিত্বদের নেতৃত্বে একটি নুতন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করবার সিদ্ধান্ত নেওয়া হয়।গত ২০২২ সালের ২২ শে ডিসেম্বর তারা এই মর্মে ভারতের নির্বাচন কমিশন কে আবেদন জানান। গত ২ ফেব্রুয়ারি ২০২৩ নির্বাচন কমিশন ভূমিপুত্র ইউনাইটেড পার্টি কে স্বীকৃতি প্রদান করে। উত্তর দিনাজপুর জেলার ইটাহারে শুরু হয়ে গেল এই পার্টির পথ চলা। প্রধান কার্যালয় গঠিত হলো ইটাহারে। ১২৮ জন কে নিয়ে কেন্দ্রীয় কমিটি ও ১২ জনকে নিয়ে এক্সিকিউটিভ কমিটি গঠিত হলো। পার্টির মুখপাত্র বজলে রহমান বলেন আমরা এখনই সরকার গড়তে পারবো, এমন ভাবার কোন কারণ নেই, কিন্তু আমরা বিধানসভা বা লোকসভায় অন্তত প্রতিনিধি পাঠাতে পারবো একথা নিশ্চিত ভাবেই বলা যেতে পারে। যারা উত্তরবঙ্গের বঞ্চনার কথা, বঞ্চিত মানুষদের কথা, বিভিন্ন দাবি-দাওয়া অন্তত তুলে ধরতে পারবে সংসদীয় বক্তৃতায়। বঞ্চিত মানুষদের দাবি আদায় করে আনতে পারবে এমনটা তো আশা করা যায়।আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই নূতন রাজনৈতিক দল কতটা গ্রাম বাংলার মানুষদের মধ্যে প্রভাব ফেলতে পারবে সেটা বোঝা যাবে নূতন দলের এই কয়েক মাসের কর্মকাণ্ড দেখেই বোঝা যাবে কি করতে চলেছে এই নূতন রাজনৈতিক দলটি।তবে জানা যায় এই নূতন রাজনৈতিক দলের অধিকাংশ নেতৃত্ব তৃণমূল দলের কাজকর্মে ক্ষুব্ধ হয়েই নাকি তৃণমূল দল থেকে বেরিয়ে এই নূতন দলের জন্ম দিয়েছে বলে শোনা যায়

1 thought on “উত্তরবঙ্গে ভূমিষ্ঠ হল ভূমিপুত্র ইউনাইটেড পার্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *