ফাটল এবার মুসৌরি-হৃষীকেশ-নৈনিতালেও
1 min readফাটল এবার মুসৌরি-হৃষীকেশ-নৈনিতালেও
যোশিমঠের মতো গোটা উত্তরাখণ্ডের নানা জায়গায় কোথাও জাতীয় সড়কে আবার কোথাও বাড়িঘরে ফাটল দেখা দিচ্ছে। এবার উত্তরকাশী, কর্ণপ্রয়াগ, নৈনিতাল, মুসৌরি, হৃষীকেশেও ফাটল দেখা গিয়েছে বলে সূত্রের খবর।জানা গিয়েছে, যোশিমঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। সেখানেও বেশ কয়েকটি বাড়িতে বড় ফাটল তৈরি হয়েছে।
হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেললাইন তৈরির কাজ এবং রাস্তার কাজ চলছে। চারধাম যাত্রায় সাধারণের কষ্ট লাঘব করতে সরকারের তরফে এই উন্নয়নের কাজে হাত লাগানো হলেও কর্ণপ্রয়াগের মানুষদের দাবি, এই উন্নয়নই কাল হয়েছে তাদের। অন্যদিকে, নৈনিতালের যত্রতত্র নির্মাণকাজ হচ্ছে। বাড়ছে জনসংখ্যাও। একই অবস্থা মুসৌরিরও। নৈনিতাল ও মুসৌরিতেও কিছু বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। নৈনিতালের মতো পিথোরাগড় জেলাও বিপদের মুখে। সেখানেও ভূমিধসের ঘটনা ঘটেছে। তেহরি গাড়ওয়াল, মুসৌরির ল্যান্ডৌর বাজার, নৈনিতালের লোয়ার মল রোড এবং রুদ্রপ্রয়াগের অগস্ত্যমুনি ব্লকের ঢালীমঠ বস্তি এবং গুপ্তকাশী শহরেরও মাটি বসে যেতে বসেছে। বাড়িঘর, দোকানপাটে ফাটল দেখা দিয়েছে।