October 7, 2024

সম্প্রতি উত্তরবঙ্গের নাট্য জগতে একটি বিরলতম ঘটনা ঘটে গেল রায়গঞ্জ ছন্দম মঞ্চ আয়োজিত স্বর্গীয় সুধাংশু দে নাট্যমেলায়।

1 min read

সম্প্রতি উত্তরবঙ্গের নাট্য জগতে একটি বিরলতম ঘটনা ঘটে গেল রায়গঞ্জ ছন্দম মঞ্চ আয়োজিত স্বর্গীয় সুধাংশু দে নাট্যমেলায়।

স্বর্গীয় সুধাংশু বাবুর অভিন্ন হৃদয় বন্ধু তথা উত্তরবঙ্গের বিশিষ্ট নাট্যকার-নাট্য নির্দেশক-নাট্য অভিনেতা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব শ্রী হরিমাধব মুখার্জীর নাটক “গণেশ গাথা” মঞ্চস্থ করল উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা,কালিয়াগঞ্জ,-আর এর মধ্যে দিয়েই নাটকটি ৫০(পঞ্চাশ) তম মাইফলকটি স্পর্শ করল।

 

উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ এর মতো একটি প্রান্তিক শহরের একটি নাট্যদলের একটি নাটকের এই জয়যাত্রা সত্যি অভাবনীয় ও অভূতপূর্ব।হলঘর ভর্তি নিয়ে ২৫শে এপ্রিল ২০০৯ সালে যে উন্মাদনায় প্রথম শো তে মঞ্চে বাজিমাত করেছিল চন্দন চক্রবর্তী,তপন মজুমদার,সুরজিৎ ঘোষ,দীপক পাল,অশোক দাস,শান্তনু মজুমদার,সুব্রত রায়,নিখিল দাস সংগ্রামী ভট্টাচার্য, দুলালী সাহা, পত্রাবলী চক্রবর্তী, রিংকি সাহা -রা ঠিক যেন ৫০ তম শো তেও সেই একই উন্মাদনা ধরা পড়ল

 

দর্শকদের মধ্যে মুর্হুমুহু করতালিতে।যদিও এরই মধ্যে এই নাটকটির কয়েকজন কুশীলব পাড়ি দিয়েছেন অমৃতলোকের অনন্ত যাত্রাপথে আবার অনেকে ব্যক্তিগত সমস্যায় ছেড়েছেন দল তবুও নতুন নতুন অভিনেতারা স্বমহিমায় ভাস্বর হয়েছেন সেই শূন্যস্থানে। যা দেখে আরও একবার বলতে ইচ্ছে করে -“দ্য শো মাস্ট গো অন”।
আর নাটকটিকে দেখে মনে হয়- “সিদ্ধিদাতা-অযাত্তা-গণশা” র যাত্রা পথ আরো মসৃন হয়ে ছুঁয়ে ফেলুক সেঞ্চুরির সুদৃঢ় শৃঙ্গ।

52 thoughts on “সম্প্রতি উত্তরবঙ্গের নাট্য জগতে একটি বিরলতম ঘটনা ঘটে গেল রায়গঞ্জ ছন্দম মঞ্চ আয়োজিত স্বর্গীয় সুধাংশু দে নাট্যমেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *