বিজ্ঞান চেতনা বৃদ্ধির স্বার্থে দুয়ারে সরকার কর্মসূচিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্টল
1 min readবিজ্ঞান চেতনা বৃদ্ধির স্বার্থে দুয়ারে সরকার কর্মসূচিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্টল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ নভেম্বর :বুধবারপশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ধনকোল লক্ষীপুর কৃষিমন্ডিতে দেখা গেল ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বৃদ্ধির স্বার্থে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের স্টল। বিজ্ঞান মঞ্চের স্টলে দেখা গেল লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবনের প্রচুর উৎসুক ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক দের।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালিয়াগঞ্জ শাখার নেতৃত্ব প্রদীপ কুন্ডু,কার্তিক পাহান,সুজয় কুমার সরকার,ভানু প্রতাপ শর্মা, ড,সমিত কুমার মজুমদার, ড,কাঞ্চন কুমার দে,বিজ্ঞান কর্মী জয়া বর্মন ও তেজেন সরকার। উপস্থিত উৎসুক ছাত্র ছাত্রীরা বিজ্ঞান মঞ্চের কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর ছাত্র ছাত্রীরা পেয়ে সবাই প্রচন্ড খুশি হয় বলে জানা যায়। বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ছাত্র ছাত্রীদের পড়াশোনা শেখার সাথে সাথে পারিপার্শিক বিভিন্ন বিষয় সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করা বিশেষ জরুরী।যা পুঁথিগত বিদ্যা থেকে সম্পূর্ন ভিন্ন।
промокод для 1 икс бет. Click Here:👉 http://www.newlcn.com/pages/news/promo_kod_1xbet_na_segodnya_pri_registracii.html