December 23, 2024

রায়গঞ্জের প্রাচীনতম বারোয়ারী জগদ্ধাত্রী পুজোয় জমজমাট বীরনগর

1 min read

রায়গঞ্জের প্রাচীনতম বারোয়ারী জগদ্ধাত্রী পুজোয় জমজমাট বীরনগর

রায়গঞ্জ আজ থেকে ৬৯ বছর আগে মাত্র ১০০ টাকা খরচ করে রানা চৌধুরী ও মিন্টু চৌধুরীর পরিবার রায়গঞ্জের বীরনগরে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। এরপর কালের নিয়মে তারা প্রয়াত হলেও, সেই পুজো তাদের জীবিত থাকাকালীন চলে আসে বীরনগর উন্নয়ন সমিতির ছাতার তলায়।

সেই বীরনগর উন্নয়ন সমিতির জগদ্ধাত্রী পুজো এবার পা দিল ৭০ তম বর্ষে। পুজো কমিটির সদস্যদের কথায় এটাই রায়গঞ্জের প্রাচীনতম বারোয়ারী জগদ্ধাত্রী পুজো। সেই পুজো দেখতেই এদিন বীরনগর উন্নয়ন সমিতির মন্ডপে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। তাকে পুজোর পুরোহিত ও কমিটির সদস্য বলেনঅন্যদিকে, এবারই ২২তম বর্ষে পা রাখলো দেশবন্ধু পাড়া বারোয়ারী জগদ্ধাত্রী পুজো। সকাল থেকে প্রতিমা নিয়ে এসে চলছে পুজোর প্রস্তুতি। আজ পুজো ছাড়াও আগামীকাল এলাকাবাসীদের বসিয়ে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বলে জানালেন উদ্যোক্তারা। 

 

1 thought on “রায়গঞ্জের প্রাচীনতম বারোয়ারী জগদ্ধাত্রী পুজোয় জমজমাট বীরনগর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *