December 22, 2024

পার্থ কলকাতা দেখবেন সোমবার, অনেকদিন পর

1 min read

পার্থ কলকাতা দেখবেন সোমবার, অনেকদিন পর

 অনেকটা রাস্তা নয়। খুব সামান্যই। আলিপুর সেন্ট্রাল জেল থেকে আলিপুর আদালত। কিন্তু তবু তো রাস্তা, মানুষজন, গাড়িঘোড়া! জেলের বন্ধ কুঠুরি ঠেলে সোমবার সেসব দেখবেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অনেকদিন পর।২৮ অক্টোবর পর্যন্ত পার্থর জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত।এদিন তাঁকে সশরীরে হাজির করানোর কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত জটিলতার জন্য তা করা যায়নি।

 

 

আদালতের নির্দেশ ও জেল কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির কারণেই এদিনের এই ঘটনা ঘটেছে। যা নিয়ে ক্ষুব্ধ আদালত। পার্থর সঙ্গেই হাজির করার কথা ছিল সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের।এরপর আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেয়, আগামী সোমবার প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রীকে আদালতে পেশ করতে হবে। সকাল সাড়ে দশটার মধ্যে পার্থকে এজলাসে উপস্থিত করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।পুজোর আগে থেকেই পার্থর ভার্চুয়াল শুনানি চলছিল। ফলে জেলের বাইরে বেরোননি বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক। কোর্টে হাজিরা দিতে যাওয়ার পথে প্রিজন ভ্যানের জানলার খাঁচা দিয়ে রাস্তাঘাট, মানুষজন দেখা যায়। অনেকদিন পর সোমবার ফের তা চাক্ষুষ করবেন পার্থ।এদিন পার্থকে আদালতে পেশ না করায় তাঁর আইনজীবীরা সওয়াল করে বলেন, এভাবে হাজিরা ছাড়া কোনও অভিযুক্তকে আটকে রাখা যায় না। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হোক। নইলে শুক্রবারই ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করুক আদালত। বিচারক অবশ্য সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন, আগামী সোমবার পার্থকে সশরীরে কোর্টে পেশ করতে হবে। ওইদিন পৃথক মামলায় ব্যাঙ্কশাল কোর্টেও পার্থর শুনানি রয়েছে। সেখানে অবশ্য ভার্চুয়াল শুনানি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *