নদীয়ার নাকাশিপাড়া থানার তিন চড়াই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।মৃতরা সবাই রায়গঞ্জের বাসিন্দা
1 min readনদীয়ার নাকাশিপাড়া থানার তিন চড়াই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।মৃতরা সবাই রায়গঞ্জের বাসিন্দা
নদীয়ার নাকাশিপাড়া থানার তিন চড়াই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ভিতরে সবাই প্রাইভেট গাড়ির আরোহী। রায়গঞ্জ থেকে আসা একটি প্রাইভেট গাড়ি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ।প্রাইভেট গাড়ির পাঁচ আরোহিই ঘটনাস্থলে প্রাণ হারায়।
এর মধ্যে একজন মহিলা সহ দুজন শিশু রয়েছে। মৃতদের মধ্যে চারজন একই পরিবারের আর একজন তাদের নিকট আত্মীয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পরই ১২ নম্বর জাতীয় সড়কে আধঘন্টা মত যান চলাচল ব্যাহত হয় । পুলিশ ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। শেষ পাওয়া খবর অনুযায়ী ট্রেলারের চালককে আটক করা যায়নি।মৃত পাঁচ জন পারুল রায় বিদ্যুৎ রায় আয়ুষ রায় অর্কপর্ন রায় মুকুল সরকার সূত্রের খবর।