October 11, 2024

হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে বুধবার শুরু হলো অকাল দুর্গাপূজা

1 min read

হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে বুধবার শুরু হলো অকাল দুর্গাপূজা

রাকেশ রায় চোপড়া হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে বুধবার শুরু হলো অকাল দুর্গাপূজা । কালি পূজার পর অসময়ের দুর্গা পূজা ঘিরে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা । শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে প্রতিবার মেলা বসে।পুজো কমিটির সম্পাদক পিপল সিংহ বলেন, প্রতিবার পালাটিয়া গানের আসর বসে । এবার সরকারি নির্দেশ মেনে পুজো ও মেলা দুটোয় হচ্ছে । এখানকার পুজো ঘিরে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন ।

মা দুর্গার পাশাপাশি ৬৪ দেব দেবীর পুজো হয় ।এখানকার মন্দির বেশ জাগ্রত বলে অনেকে মায়ের মানত করেন । স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রেমানন্দ সিংহা বলেন , দুর্গা পুজো উপলক্ষে এখানে বাঘ চাবা নামের একপ্রকার ফল পাওয়া যায়। এই ফল কেনার টানে অনেকে মেলায় এসে থাকেন । পূর্ব পুরুষদের সময় থেকে এখানে গোবর্ধন পূজার দিনে এখানে দুর্গা পুজো হয় । উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে এক সময় একসঙ্গে দুর্গা পূজা করায় জঙ্গলে আগুন ধরে , তখন থেকে এই দুর্গা পূজা গোধন পূজার দিন করা হয় । এবার পুজো ঘিরে মেলা জমে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *