কালিয়াগঞ্জ পৌর সভায় পৌর ভিত্তিক যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা
1 min readকালিয়াগঞ্জ পৌর সভায় পৌর ভিত্তিক যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৯ সেপ্টেম্বর:বিশ্বের সর্ববৃহত গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা দিতে উত্তর দিনাজপুর জেলারকালিয়াগঞ্জ পৌর সভায় পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তরের উদ্যোগ এবং কালিয়াগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় সোমবার কালিয়াগঞ্জ পৌর সভার বিবেকানন্দ উৎসব ভবনে পৌরসভায় অনুষ্ঠিত হলো পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে যুব সংসদ ও প্রশ্নোত্তর পর্ব প্রতিযোগিতা।
পৌর ভিত্তিক যুবসংসাদ প্রতিযোগিতার সূচনা করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।যুবসংসদ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগ বিধান সভার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ,পৌর সভার নির্বাহী আধিকারিক প্রকাশ বিশ্বাস সহ পৌর সভার কমিশনারগন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন যুব সংসদ প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ পৌর এলাকার মোট ৬ টি বিদ্যালয় অংশ গ্রহন করে।তিনি বলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভারত বর্ষের মত বিশ্বের বৃহত্তম একটি গণতান্ত্রিক দেশের সংসদীয় বিষয় সম্পর্কে অবশ্য অবশ্যই ধ্যানধারণা থাকা উচিত বলে তিনি মনে করেন। জানা যায় ব্লক পর্যায়ে যে বিদ্যালয় প্রথম স্থান দখল করবে সেই বিদ্যালয় জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ সাই করবে পরবর্তীতে জেলা পর্যায়ে যে বিদ্যালয়ে প্রথম স্থান দখল করবে সে বিদ্যালয়ে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।