দিল্লিতে সুব্রত কাপ ফুটবলের ফাইনালে যাবার খরচ মিটাতে কুনোর বিদ্যালয়কে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন পঞ্চায়েত সমিতি
1 min readদিল্লিতে সুব্রত কাপ ফুটবলের ফাইনালে যাবার খরচ মিটাতে কুনোর বিদ্যালয়কে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন পঞ্চায়েত সমিতি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬,আগস্ট:জাতীয় বিদ্যালয় পর্যায়ে অনুর্ধ ১৪ সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কে সি উচ্চ বিদ্যালয় অংশ নিতে দিল্লিতে যাবার খরচ মেটাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার কুনোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকার এবং পরিচালন সমিতির সভাপতি তথা কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন।জানা যায় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিত, কালিয়াগঞ্জ ব্রিক ফিল্ড অ্যাসোসিয়েশন এবং কালিয়াগঞ্জ পৌরসভা, প্রত্যেকেই দশ হাজার টাকা করে কুনোর কে সি বিদ্যালয়কে এই মহতী প্রচেষ্টায় সামিল হবার জন্য প্রতিশ্রুতি দেন।
শুধু তাই নয় কুনোর কে সি উচ্চ বিদ্যালয় অনুর্ধ ১৪ (বয়েজ)সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় রাজ্য পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে দিল্লিতে খেলতে যাবার সুবাদে উত্তর দিনাজপুর জেলার জেলা সভাধিপতি কবিতা বর্মন এবং জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,কালিয়াগঞ্জ থানা কুনোর বিদ্যালয়ের খেলোয়াড়দের যাতায়াতের সমস্ত খরচ বহন করবে বলে প্রতিশ্রুতি দেন বলে জানা যায়। কুনোর কে সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকার বলেন দিল্লিতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ ১৪ সুব্রত কাপের আসর।চলবে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত।আগামী ৩রা সেপ্টেম্বর কুনোর কে সি বিদ্যালয়ের ছাত্ররা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষক উত্তম ঘোষ।কালিয়াগঞ্জ পঞ্চায়েত ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাপ্পা সরকার, শিক্ষক উত্তম ঘোষ।কুনোর কে সি উচ্চ বিদ্যালয়কে খেলা ধুলার উন্নয়নে যে ভাবে পঞ্চায়েত সমিতি সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে অভিনন্দন জানিয়েছে।