December 23, 2024

‘অনুব্রতর নামে যারা টিপ্পনি কাটছে তাঁদের মেরে কোমর ভেঙে দিন,’ নিদান তৃনমূল নেতার

1 min read

‘অনুব্রতর নামে যারা টিপ্পনি কাটছে তাঁদের মেরে কোমর ভেঙে দিন,’ নিদান তৃনমূল নেতার

 

‘অনুব্রতর নামে যারা টিভিতে বসে টিপ্পনি কাটছেন তাঁদের মেরে কোমর ভেঙ্গে দিন।’ দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই নিদান দিলেন রামপুরহাটের এক প্রভাবশালী তৃণমূল নেতা ত্রিদিপ ভট্টাচার্য।তৃণমূল নেতার এমন ভিডিও প্রকাশ্যে আসতেই ফের অস্বস্থিতে পরেছে জেলা তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা।

 

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেপ্তারের পর থেকেই বীরভূম জেলায় একপ্রকার কোনঠাসা হয়ে পরেছে তৃণমূল কংগ্রেস। ঘরে বাইরে যথেষ্টই চাপের মধ্যে পড়তে হয়েছে শাসকদলকে। জেলার শীর্ষ নেতা গ্রেপ্তারের পর থেকেই দলেরই একাংশ মুখ খুলেছে অনুব্রতর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল ফেরাতে মাঠে নামলেন বীরভূম জেলা তৃণমূলের সম্পাদক তথা রামপুরহাটের প্রভাবশালী তৃণমূল নেতা ত্রিদিপ ভট্টাচার্য। শুক্রবার রামপুরহাটে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিদিপ ভট্টাচার্য বলেন, টিভিতে বসে কয়েকটা নেংটি ইঁদুর অনুব্রতর নামে টিপ্পনি করছে। প্রকাশ্যে বিরোধীদের কেওকেও অনুব্রতর নামে অশালীন মন্তব্য করছে। আমি নির্দেশ দিচ্ছি যারা প্রকাশ্যে অনুব্রতর নামে অশালীন মন্তব্য করবে, তাঁদের মেরে মাজা (কোমর) ভেঙে দিন। তৃণমূল কর্মীরা নপুংসক হয়ে যায়নি, তৃণমূল কর্মীরা মরে যায়নি। বিজেপি চক্রান্ত করে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে মহারাষ্ট্রের মতো সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে এরাজ্যে।

1 thought on “‘অনুব্রতর নামে যারা টিপ্পনি কাটছে তাঁদের মেরে কোমর ভেঙে দিন,’ নিদান তৃনমূল নেতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *