December 10, 2024

বন্ধ শান্তিনিকেতনের খোয়াই হাট

1 min read

বন্ধ শান্তিনিকেতনের খোয়াই হাট

দিব্যেন্দু গোস্বামী বীরভূম   বন্ধ শান্তিনিকেতনের খোয়াই হাট । প্রতিদিন কয়েক শো মানুষ আসে এই খোয়াই হাটে। তারা বিভিন্ন জিনিসের পসরা নিয়ে হাজির হন এই খোয়াইয়ের হাটে। দূর দূরান্তের মানুষ ভিড় করে এই খোয়ায় হাটে। শনিবার এবং রবিবার এই দুইদিন হাট আলাদা ঐতিহ্য বহন করে ।খোয়াই হাট দেখতে এবং জিনিসপত্র কিনতে আসে পর্যটকরা।

শুধু এখানেই নয় বিভিন্ন বাউল সম্প্রদায় এখানে গান করে গানের মাধ্যমে তাদের রোজগার হয়। অন্যদিকে হাটে যারা জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে বিক্রেতারা । কিন্তু হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল এই খোয়াইয়ের হাট তার কারণ স্পষ্ট নয় । যারা মেলাকে অবলম্বন করে পেট চলে তাদেরও কিছু জানানো হয়নি। হঠাৎ করেই খোয়াইয়ের সোনাঝুরি হাট বন্ধ করে দিয়েছে হাট কমিটি ।যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কেউই । অন্যদিকে মনে করা হচ্ছে খোয়াই হাট বন্ধ করে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের প্রতিবাদে । অনেকেই জানে না আজ হাট বসবে না। হঠাৎ করেই এই ভাবেই বন্ধ করে দেওয়ায় তাদের ফিরে যেতে হচ্ছে। বাইরে থেকেও প্রচুর মানুষ যারা শনিবার এবং রবিবার এই খোয়াই ঘাটে এসে পৌঁছায় জিনিসপত্র কেনে । বাউলের সুর আকাশ বাতাসে ধ্বনিত হয় সেই খোয়াই আজ বন্ধ। সুতরাং ফাঁকা মাঠ দেখে তাদের মন যে খারাপ সেটা জানিয়েছেন পর্যটকরা।

1 thought on “বন্ধ শান্তিনিকেতনের খোয়াই হাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *