কালিয়াগঞ্জ পৌর সভার কুনোর মোড়ে জলের পাইপ ফেটে জল পড়লেও নির্বিকার পৌর সভা
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার কুনোর মোড়ে জলের পাইপ ফেটে জল পড়লেও নির্বিকার পৌর সভা
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,৪আগস্ট:যেখানে আমরা বলে থাকি জলই জীবন সেই জলের অপচয় দেখেও কেও দেখেনা।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের কুনোর মোড়ে বিগত বেশ কয়েক দিন ধরে জলের পাইপ ফেটে রাস্তার উপর দিয়ে জল গেলেও পৌর সভার নেই কোন হেলদোল।
এ ব্যাপারে সাধারণ মানুষের বক্তব্য জলের পাইপ ফেটে জলের প্রচুর অপচয় হলেও জলের পাইপ সারানোর কোন লক্ষণ নেই পৌর সভার। কালিয়াগঞ্জ।পৌর সভার ৭নম্বর ওয়ার্ডের কমিশনার বর্ণালী দাসকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন তিনি পৌর সভাকে বলে দ্রুত যাতে পাইপের ফুটো বন্ধ করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন।বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে জলের অপচয় তথা জল পড়ে মানুষের অসুবিধা সৃষ্টি হচ্ছে সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন আমার কাছে কোন খবর ছিলনা।তবে যখন জানতে পেরেছি তাই আমি এখনি দ্রুত ব্যাবস্থা নিচ্ছি বলে জানালেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।