December 22, 2024

প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর ভুয়সী প্রশংসা করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা,জনগণ বলছে এসব সেটিং

1 min read

প্রাক্তন পৌরপতি তথা বিজেপি নেতা কার্তিক চন্দ্র পাল এর ভুয়সী প্রশংসা করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা,জনগণ বলছে এসব সেটিং

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর  প্রাক্তন পৌর পতি কার্তিক চন্দ্র পালের আমলে যে কাজ হয়েছে কালিয়াগঞ্জে তা খুবই ভালো হয়েছে। এছাড়া এখন যেভাবে কার্তিক বাবু তার বিজেপির কমিশনারদের নিয়ে বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন পৌরসভায় তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। তাই বিরোধীদের সহযোগিতা নিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নমূলক কাজ করে চলছে তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। আজ মাসিক পৌরসভার বোর্ড মিটিং এর পর এক সাক্ষাৎকারে এমনই ঢালাও সার্টিফিকেট দিলেন প্রাক্তন পৌর পতি কার্তিক চন্দ্র পালের পক্ষে বর্তমান তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি রাম নিবাস সাহা।তিনি বলেন শহরের উন্নয়ন মূলক কাজে ভীষন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রাক্তন পৌর পতি কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে ছয় বিরোধী বিজেপির কমিশনাররা ।

রাম নিবাস বাবু বলেন যেভাবে কার্তিক বাবুর উন্নয়নমূলক মানসিকতা আগে ছিল আজও তার কোন ব্যতিক্রম নেই তাই তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করছে তাদের তারা ভীষণভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে।। তিনি বলেন কালিয়াগঞ্জ শহরের উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু সামনে পুজোর মরসুম আসছে সেহেতু শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার দিকে এই সকলের মতামতকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন যেহেতু এখন বর্ষা চলছে তাই ঠিকঠাক ভাবে কাজ করতে পারা যাচ্ছে না কিন্তু বর্ষা শেষ হলেই কাজের অগ্রগতি অনেকটাই বেড়ে যাবে। তিনি বলেন সামনে দুর্গাপূজা রাস্তায় খাট অনেক জায়গায় খারাপ হয়ে গিয়েছে।

 

পৌরসভার তহবিলে যে টাকা ছিল তা দিয়ে টেন্ডার করা হয়ে গিয়েছে। তিনি বলেন আমাদের মূল উদ্দেশ্যই হল পূজার আগে আগে শহরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যাতে রিপিয়ারিং কিছুটা হলেও করা যায় সেটাই আজকের আলোচনার মূল বিষয় ছিল।। এছাড়া কালিয়াগঞ্জ শহরে যে সমস্ত বাজারগুলো রয়েছে তার উন্নয়নে একটা ডিপিআর তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জল শহরের প্রত্যেকটা নাগরিকদের বাড়িতে যাতে পৌঁছায় সেই লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে।

 

খুব সুন্দরভাবে আজকের এই উন্নয়ন মূলক আলোচনা হয়েছে শাসক এবং বিরোধীদলের মধ্যে। বন্ধুত্বসুলভ ব্যবহার করেই বিরোধীরা আমাদেরকে সহযোগিতা করছে। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কমিশনার বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন আজকের এই বৈঠক অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন সামনে উৎসবের মরশুম আসছে। এদিকে লক্ষ্য রেখে পৌরসভার তরফ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। তারা এ ব্যাপারে পৌরসভা কে সহযোগিতা করার আশ্বাস দেন বলে তিনি জানান। গৌরাঙ্গ বাবু বলেন প্রায় দেখতে দেখতে ছয় মাস হতে চলল নতুন পৌর বোর্ড গঠন হওয়ার কিন্তু এখনো অবধি সেই ভাবে কোন উন্নয়নমূলক কাজ হয়নি কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে। তারা এ ব্যাপারে পলকে পলকে নজর রাখছে।তবে যাই হোক না কেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতির কথায় বিরোধী দলের সহযোগিতা তিনি পাচ্ছেন সব ক্ষেত্রেই। এখন দেখার বিষয় এই সহযোগিতার হাত বিরোধী শিবির কতদিন অব্দি বজায় রাখতে পারবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।এদিকেসাধারণ নাগরিকদের পৌরপতির মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, দাদা কি আর বলব উপর তলায় সেটিং নিচের তলায় সেটিং। তাই মুখে কুলুপ এঁটে রয়েছে কালিয়াগঞ্জের বিরোধীরা। কালিয়াগঞ্জ বাঁশি বহু সমস্যার জর্জরিত অথচ এখানে নেই কোন বিরোধী দলের তেমন কোন আন্দোলন বিভিন্ন সমস্যা নিয়ে। তাই সাধারণ মানুষরা যেই তিমিরে ছিল সেই তিমির এই থাকবে। জনগণ চুলায় যাক।

 

8 thoughts on “প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এর ভুয়সী প্রশংসা করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা,জনগণ বলছে এসব সেটিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *