December 21, 2024

কালিয়াগঞ্জ ট্রু ফ্রেন্ডসের অভিনব উদ্যোগ,রথের মেলায় আগতদের ঠান্ডা বিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়া হল

1 min read

কালিয়াগঞ্জ ট্রু ফ্রেন্ডসের অভিনব উদ্যোগ,রথের মেলায় আগতদের ঠান্ডা বিশুদ্ধ পানীয় জল তুলে দেওয়া হল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯জুলাই:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জের উল্টো রথের মেলায় আগত দর্শকদের কালিয়াগঞ্জ ট্রু ফ্রেন্ডসের উদ্যোগে কয়েক হাজার তৃষ্ণার্ত মানুষদের বিকাল সাড়ে চারটা থেকে সংস্থার সদস্যরা পরিশ্রুত বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল দেবার আয়োজন করে মহেন্দ্র গঞ্জের প্রয়াত রাম মোদকের মিষ্টির দোকানের পাশে।

 

ট্রু ফ্রেন্ডসের সম্পাদক রাজীব সরকার বলেন বেশ কিছুদিন থেকে কালিয়াগঞ্জে প্রচন্ড গরম পড়ায় মানুষ একরকম জেরবার হয়ে পড়েছে।তাছাড়া এই গরমের মধ্যে দুর দূরান্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষ পরিশ্রান্ত হয়ে উল্টো রথ দেখবার জন্য মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণে আসছে।আমরা সেই সময় পরিশ্রান্ত মানুষদের হাতে এক গ্লাস ঠান্ডা পানীয় জল তুলে দিতে পারি তাহলে তারাও যেমন শান্তি পাবে তেমনি আমরাও আমাদের এই ধরনের পরিষেবা মানুষদের দিতে পারায় আমরাও চরম আনন্দ উপভোগ করতে পারি। সংস্থার ওপর কর্ণধার দিলীপ সাহা জানান আসলে তৃষ্ণার্ত মানুষদের জলের পিপাসা দুর করতেই এই অভিনব উদ্যোগ তাদের সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়।

ভবিষতে আরো এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে দিলীপ বাবু জানান।শনিবারের পরিশ্রুত পানীয় জল বিতরন অনুষ্ঠানে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন রাজীব সরকার,দিলীপ সাহা,সুকান্ত গুহ,রাম প্রসাদ কুন্ডু,ভবেশ সাহা এবং সৌমেন বসাক ছাড়াও আরো অনেকে।কালিয়াগঞ্জ মহেন্দ্র গঞ্জ বাজারের ট্রু ফ্রেন্ডসের এই ধরনের অভিনব উদ্যোগ দেখে এবং পরিষেবা পেয়ে গ্রামের মহিলা আরতি কুন্ডু জানালেন খুব ভালো লাগলো সাধারন মানুষদের জন্য এই ধরনের চিন্তা ভাবনার জন্য।তিনি সবাইকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান। অপরদিকে রাধিকাপুরের উদগ্রমের অনন্ত দেবশর্মা জানান তৃষ্ণার সময় সবাইকে ডেকে ডেকে জল খাওয়ানোর জন্য তিনি খুব আনন্দ পেয়েছেন বলে জানান।গ্রামের হাজার হাজার মানুষদের জন্য এই ধরনের অভিনব উদ্যোগ ভবিষতে আরো বেশি বেশি করে হোক সবারই একই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *