কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে আচমকা দূধ বাজারে হানা,প্রচুর ভেজাল দুধ আটক, মাটিতে ফেলে দেওয়া হল ভেজাল দুধ
1 min readকালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে আচমকা দূধ বাজারে হানা,প্রচুর ভেজাল দুধ আটক, মাটিতে ফেলে দেওয়া হল ভেজাল দুধ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭জুন:মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে মহেন্দ্রগঞ্জ দুধ বাজারে আচমকা হানা দিয়ে প্রচুর ভেজাল দুধ আটক করে।কালিয়াগঞ্জ পৌর সভার সেনেটারী ইন্সপেক্টর সুরজিত কৈরী সহ একটি টিমকে সাথে নিয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক এবংমঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহার নেতৃত্বে মহেন্দ্রগঞ্জ দুধ বাজারে আচমকা হানা দিয়ে প্রচুর ভেজাল দুধ আটক করে।
কালিয়াগঞ্জ পৌর সভার সেনেটারী ইন্সপেক্টর সুরজিত কৈরী সহ একটি টিমকে সাথে নিয়ে পৌর পিতা রাম নিবাস সাহা ,উপ পৌর পিতা ঈশ্বর রজক এবং কমিশনার রথীন্দ্র নাথ গুহ মহেন্দ্র গঞ্জ দুধ বাজারে হানা দেয়।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ।দুধ বাজারে হানা দিতে আসছে এই খবর দুধ বাজারের দুধ বিক্রেতারা শোনা মাত্র দুধের বালতি নিয়ে অনেক ভেজাল দুধ বিক্রেতারা পালিয়ে যাবার চেষ্টা করে।অনেকে দুধ রেখেই পালিয়ে যায়। পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর সুরজিৎ কৈরী দুধ মাপার যন্ত্র দিয়ে দুধ পরীক্ষা করতে গিয়ে দেখে অধিকাংশই ভেজাল দুধ।ভেজাল দুধ ধরা পড়ার সাথে সাথে সাধারন দুধ ক্রেতারা দুধ বাজারে প্রচুর দুধ মাটিতে ফেলে দেয়।
অপরদিকে দুধ বিক্রি করার যে পোয়া ব্যবহার করা হয় সেখানেও আড়াইশো জায়গায় দুইশো মাপের পোয়া দিয়ে মানুষদের ঠকানোর কারনে বেশ কিছু দুধ মাপার পোয়া এবং দুধ আটক করে পৌর সভা পৌর পিতা রাম নিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন মহেন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরেই দুধে ব্যাপক ভেজালের করবার হয় এই খবর আমার কানে আসে।আমরা এর পরেই ঠিক করি মঙ্গলবার দুধের ভেজাল অভিযানে আমাদের নামতে হবে। এ ভাবে দুধের মত একটি গুরুত্বপূর্ন শিশু খাদ্যের ভেজাল চলতে পারেনা।আমরা তাই ঠিক করেছি মঙ্গলবার প্রাথমিক ভাবে ভেজালকারীদের সতর্ক করে দেওয়া হল।এর পর যেদিনই দুধ বিক্রেতাদের দুধে ভেজাল প্রমাণিত হবে সাথে সাথে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান।