নয় দফার দাবির ভিত্তিতে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তর দিনাজপুর আদিবাসী সিঙ্গেল অভিযান ইটাহার ব্লক কমিটির
1 min readনয় দফার দাবির ভিত্তিতে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তর দিনাজপুর আদিবাসী সিঙ্গেল অভিযান ইটাহার ব্লক কমিটির
বিপ্লব চাকি ইটাহার নয় দফার দাবির ভিত্তিতে ইটাহার থানা ঘেরাও করে বিক্ষোভ সহ চাচোল, ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তর দিনাজপুর আদিবাসী সিঙ্গেল অভিযান ইটাহার ব্লক কমিটি। সোমবার সংগঠনের কয়েকশো মহিলা পুরুষ তির ধনুক লাঠি শোঠা নিয়ে ইটাহার শহরে মিছিল করে ইটাহার থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চাচোল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন, সংগঠনের সদস্যা, আদিবাসী দের মিথ্যা কেসে
ফাসানো আদিবাসী দের জমি দখল মুক্ত করতে হবে ইটাহার থানায় আদিবাসী কাজে আসলে আদিবাসী দের হয় রানি মুখে পড়তে হয় সহ নয় দফার ভিত্তিতে আন্দোলন করা হলেও দাবি পুরন না হলে আন্দোলন চলবে বলে জানান সংগঠনের জেলা সভাপতি দুর্গা মুর্মু, ছিলেন, গোপাল টুডু, শুকলাল সরেন,ইশাক হাঁসদা, সরকার এদিনের আদিবাসী কম’সুচি কে ঘিরে ইটাহার শহরের রাস্তায় সহ থানা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, প্রায় ঘন্টা খানেক পর রাস্তা অবরোধ তুলে নিলেও থানার সামনে বিক্ষোভ চলেও অবশেষে প্রতিনিধি মুলক দাবি পত্র তুলে দেওয়া হয় ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহা সহ জেলার এক ডি,এস,পির উপস্থিতিতে। যদিও অবশেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী সংগঠনের দাবি পত্র গুলোর আশ্বাস দিলে আন্দোলন তুলে নেন সংগঠনের তরফে.