মালদহের গম্ভীরা লোকসংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি বলয়
1 min readমালদহের গম্ভীরা লোকসংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি বলয়
মালদহের গম্ভীরা লোকসংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে উদ্যোগ নিল বাংলা সংস্কৃতি বলয়। বাংলা সংস্কৃতি বলয় গম্ভীরা সংসদের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় চাঁচল সংগীত নৃত্যকলা কেন্দ্রে রবীন্দ্র নজরুল মুখী উৎসব হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু করল বাংলা সংস্কৃতি বলয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মালদহ গম্ভীরা সংসদের সভাপতি সুমিত সরকার।
একসময় এই শিল্পকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন জেলার প্রবাদপ্রতিম গম্ভীরা শিল্পী যোগেন্দ্রনাথ চৌধুরী ও নির্মলচন্দ্র দাস। তাঁরা অবশ্য জেলায় মটরবাবু আর নীরুবাবু নামেই পরিচিত। মটরবাবুর গম্ভীরায় মজেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। কিন্তু তাঁদের প্রয়াণের পর জেলায় সুপ্রাচীন গম্ভীরায় যেন ভাটা পড়ে যায়। এবার জেলার প্রাচীন এই সংস্কৃতিকে বিশ্বের ২২টি দেশে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বাংলা সংস্কৃতি বলয়। সংস্থার অন্যতম সদস্য তীর্থ সুন্দর বিশ্বাস বলেন, হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াস। ঐতিহ্যবাহী গম্ভীরা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। তাই সেই লোকসংস্কৃতিকে আমরা জাগিয়ে তুলব।