উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে আজ বামফ্রন্টের পক্ষ থেকে এক মহামিছিলের আয়োজন
1 min readউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে আজ বামফ্রন্টের পক্ষ থেকে এক মহামিছিলের আয়োজন
দেবব্রত চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে আজ বামফ্রন্টের পক্ষ থেকে এক মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিল ইসলামপুর বাস টার্মিনাল থেকে শুরু হয় চৌরঙ্গী মোড় হয়ে বাজার হয় ইসলামপুর নিউ টাউন রোড হয়ে টার্মিনালে এসে শেষ হয়।
জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা বাম সরকারের প্রাক্তন মন্ত্রী আনারুল হক জানান মূল্যবৃদ্ধির প্রতিবাদে সহ বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বামফ্রন্ট গত ভাবে সিদ্ধান্ত হয়েছে সারা রাজ্যব্যাপী মিছিলের সেইমতো ইসলামপুরে হচ্ছে। আগামী 30 তারিখ রায়গঞ্জে এই মিছিল অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন বামফ্রন্ট গত ভাবে এই মিছিল আজ অনুষ্ঠিত হয় ইসলামপুর শহরে।