December 22, 2024

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জমিতে ঠিকাদারদের ব্যাবসায়িক বালি রাখবার জায়গা, ক্ষুব্ধ সাধারন মানুষ-

1 min read

কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জমিতে ঠিকাদারদের ব্যাবসায়িক বালি রাখবার জায়গা, ক্ষুব্ধ সাধারন মানুষ-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮মে:কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ভেতর এক্সরে রুমের সামনে ঠিকাদারেরা বালির স্তূপ করে রেখে দিয়ে সেখান থেকে ব্যবসা করছে বলে অভিযোগ।জানা যায় স্টেট জেনারেল হাসপাতালের ভেতরে একদিন দুদিন পর পর ১২ চাকার ট্র্যাক ভর্তি বালি এনে হাসপাতালের ভেতরে তা রেখে দিচ্ছে। আবার সেখান থেকেই বালির খরিদ্দার এসে বালি কিনে নিয়ে যাচ্ছে।সাধারন মানুষের অভিযোগ

এই কাজ কোন ভাবেই হতে পারেনা।একটি হাসপাতালের মধ্যে কি ভাবে বালির ঠিকাদার বালি রেখে দিব্যি ব্যবসা করলেও হাসপাতাল কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। শনিবার সকালে সাধারন মানুষের অভিযোগ পেয়ে হাসপাতালে গিয়ে দেখা যায় খোদ হাসপাতালের চৌহুদ্দির মধ্যে এক্সরে দপ্তরের সামনে প্রচুর মাটি ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বক্তব্য দেওয়ার জন্য তার অফিসে গেলে দেখা যায় বেড়ার সাড়ে বারোটার সময় ও সুপার অফিসে কেউ নেই। ফলে স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ দেবব্রত রায়ের সাথে দেখা করবার জন্য অনেকটা সময় অফিসে থাকলেও সুপারের দেখা মেলেনি।নাম প্রকাশে অনিচ্ছুক কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার বেশ কয়েকজন প্রতিবেশী বলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ভেতর থেকে ঠিকাদারদের ব্যবসার মাটি অবিলম্বে সরিয়ে না নিলে তারা এই অবৈধ কাজের জন্য তারা আন্দোলনে নেমেই এর প্রতিবাদ জানাবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *