December 22, 2024

নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ শুভ সূচনা করেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান

1 min read

নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ শুভ সূচনা করেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিরণি গাঁও অঞ্চলে দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার দাবি পুরণ হতে চলেছে। নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শুভ শুভ সূচনা করেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তিনি জানান উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে রাস্তা নির্মাণের টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা রাস্তা তৈরি হওয়ার ফলে এলাকার সাধারন মানুষের অনেক সুরাহা হবে।

পথ চলতে সুগম হবে বলে তিনি বলেন। তিনি বলেন দীর্ঘদিনের দাবি ছিল এলাকার সাধারণ মানুষের এ রাস্তার। অপরদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন বলেন কাজ করতে যেন এজেন্সির কোন অসুবিধা না হয় তা দেখার পরামর্শ দেন গ্রামবাসীকে। প্রায় আনুমানিক এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মিত হবে। আজ এমএলএ সাহেবের হাত ধরে এই রাস্তার শুভ সূচনা করা হলো। তিনি বলেন রাস্তা সাধারণ মানুষ ব্যবহার করবে এবং এমএলএ সাহেবের হাত ধরে এই উন্নয়ন হচ্ছে চোপড়া জুড়ে। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন চোপড়ার বিডিও সমীর মন্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *