কালিয়াগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের(সিটু) কনভেনশন
1 min readকালিয়াগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের(সিটু) কনভেনশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৩ই মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ পি ডি জি ভবনে মোটর শ্রমিক ইউনিয়নের (সিটু)এক শ্রমিক কনভেনশনঅনুষ্ঠিত হয়। রক্ত পতাকাউত্তোলন ও শহীদের স্মরণের মাধ্যমে কনভেনশন শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষিয়ান বাম নেতাজ্যোতিবিকাশ ভদ্র। সন্মেলনে জোরালো বক্তব্য রাখেন জেলা সি,আই,টি,ইউ নেতৃত্ব পরিতোষ দেবনাথ
,জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী ও জ্যোতিবিকাশ ভদ্র।মটর শ্রমিক ইউনিয়নের কালিয়াগঞ্জ শাখার জন্য মোট ১১জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।সভাপতি নির্বাচিত হন বাবলু হক, সম্পাদক- সঞ্জিত রায়(পচা),কোষাধ্যক্ষ- বাঁশি সরকার।কনভেনশনে মূল্য বৃদ্ধিহ্রাস করা, শ্রমিকদের ন্যায্য অধিকার সঙ্কোচন করার তীব্রপ্রতিবাদ সহ বিভিন্ন শ্রমিকদের পেনশন ভাতা বৃদ্ধির জোরালোদাবী সন্মেলনে রাখা হয়।,আগামীতে শ্রমিক সংগঠন সুদৃঢ়ভাবেগড়ে তুলে ব্যাপক ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা।