বন্ধুত্বপূর্ণ মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কন্যাশ্রী এ দল
1 min readবন্ধুত্বপূর্ণ মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কন্যাশ্রী এ দল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১২ মে:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুত্বপূর্ণ দুই মহিলা ফুটবল দলের একটি খেলা অনুষ্ঠিত হয়।
এই বন্ধুত্বপূর্ণ মহিলা ফুটবল প্রতিযোগিতায় কন্যাশ্রী এ টিম কন্যাশ্রী বি টিম দলকে ১- ০গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। জয়ী ফুটবল দলকে পুরস্কৃত করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ তরুণ গ্রহ বিশিষ্ট সমাজসেবী বাপ্পা সরকার, যুগ্ম ভিডিও সঞ্জীবন দে,অনন্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শিপ্রা বালা সরকার।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন রাজ্য সরকারের উন্নয়নের ১১ বছর পূর্তি উপলক্ষে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন সারা মাস ব্যাপী এই ধরনের খেলাধুলা ব্যবস্থা করা হয়েছে।