পাখির চোখ সংগঠন, উত্তর দিনাজপুরে কর্মীসভা করল আপ
1 min readপাখির চোখ সংগঠন, উত্তর দিনাজপুরে কর্মীসভা করল আপ
রাজ্যের জেলায় জেলায় শক্তি বাড়াচ্ছে আম আদমি পার্টি। রবিবার আম আদমি পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। উপস্থিত ছিলেন দলের দক্ষিণ দিনাজপুর জেলার ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক এবং মালদা জেলার ইনচার্জ অনিমেষ সাহা। আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলায় নামতে চলেছে আম আদমি পার্টি। এদিন সভায় উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক বলেন,
‘
বিভিন্ন জেলায় আমাদের সংগঠন এগিয়ে চলেছে। উত্তর দিনাজপুর জেলাতেও যাতে সংগঠন ঠিকভাবে চলে সেই উদ্দেশ্যেই আজ কর্মীসভা অনুষ্ঠিত হল।’দলের মালদা জেলার ইনচার্জ অনিমেষ সাহা জানান, ‘মালদা জেলার সর্বত্র আমরা সদস্য সংগ্রহ অভিযানে নেমেছি। সেখানে নাগরিকদের যেগুলো জিজ্ঞাস্য রয়েছে আমরা সেগুলোর উত্তর দিচ্ছি এবং তাদের সকলেই আমাদের পাশে আছেন। ঠিক এভাবেই উত্তর দিনাজপুর জেলাতেও আমরা নামতে চলেছি। এখন আমাদের মূল লক্ষ্য জেলায় সংগঠন বৃদ্ধি।’এদিন উপস্থিত নেতৃত্ব উত্তর দিনাজপুর জেলার ছয়জনকে নিয়ে একটি টিম গঠন করেন। ঐ টিমের কাজের উপর ভিত্তি করে একমাস পর নতুন জেলা কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে। এদিনের সভায় উপস্থিত কর্মীদের অধিকাংশের বয়স ছিল একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে।