ভারত সরকারের শ্রম মন্ত্রালয়কে ধন্যবাদ জানালো ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক সংঘ
1 min readভারত সরকারের শ্রম মন্ত্রালয়কে ধন্যবাদ জানালো ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক সংঘ
কোচবিহারঃ ভারত সরকারের শ্রম মন্ত্রালয়কে ধন্যবাদ জানালো ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক সংঘ। কেন্দ্র সরকার লেবার কোড চালু করাতে শ্রমিকরা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের বেতন সহ সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পাবেন। লোকসভা অধিবেশনে কেন্দ্র লেবার কোড চালুর কথা জানিয়েছে বলে আজ কোচবিহারের এক হোটেলে সাংবাদিক বৈঠক করে জানায় সংগঠন৷ ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক সংঘ। এন এফ আর এর জোনাল সংগঠন মন্ত্রী মাহবুল আলম বলেন, তারা অসংখ্য ধন্যবাদ জানান কেন্দ্রকে।
যে সরকার তাদের মত সাধারন শ্রমিকদের ভবিষ্যতের কথা ভেবেছে৷ রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব তাদের আবেদনে সাড়া দিয়ে দেশের রেলের মালগোদামের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়াতে শ্রমিকরা আপ্লুত। সংগঠনের রাজ্যসভাপতি পরিমল বর্মন, রাজ্য সম্পাদক তাপস বর্মন সহ পদাধিকারীরা এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। সংগঠনের শ্রমিক নেতারা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। এই জোনে সংগঠনের প্রায় ২৫ হাজার কর্মী আছেন৷ খুব শ্রীঘ্রই ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক সংঘের মাধ্যমে নির্বাচিত কমিটি পদাধিকারীদের তাদের দায়িত্ব বুঝিয়ে দেবে৷