October 30, 2024

চৈত্রের দাবদাহের সাথে ভোটের উত্তাপে হাত পাখাই এখন প্ৰকৃত বন্ধু

1 min read

চৈত্রের দাবদাহের সাথে ভোটের উত্তাপে হাত পাখাই এখন প্ৰকৃত বন্ধু

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২ মার্চ:একদিকে চৈত্রের দাবদাহ অন্যদিকে ভোটের উত্তাপ দুই মিলে সাধারণ মানুষ যখন গরমে জেরবার।তখন প্ৰকৃত বন্ধু হিসাবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দেখা দিয়েছে তাল পাতার হাত পাখা।যা হাসফেসে গরমে প্ৰকৃত বন্ধু হয়ে দেখা দিয়েছে কালিয়াগঞ্জ শহরের মানুষদের কাছে।উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের হাটে বাজারের দোকানের সর্বত্র বিক্রি হতে দেখা যাচ্ছে তাল পাতার জীবন জুড়ানো হাতপাখা যার অন্য কিছুর সাথে তুলনা হয়না।কালিয়াগঞ্জের হাতপাখা ব্যবসায়ী বিনয় গুপ্তা

এক সাক্ষাৎকারে জানালেন কিছুদিন পূর্বেও কালিয়াগঞ্জের ধনকোল হাটের পাশের কয়েকটি গ্রামে তালপাতার পাখা একসময় তৈরি হত।কিন্তু বাঁশ শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক সঙ্গতি না থাকার কারনে তা সবাই বন্ধ করতে বাধ্য হয়েছে।ধনকোলের ভানু প্রতাপ বলেন রাজ্য সরকার যদি তালপাতার হাত পাখার কুটির শিল্পকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে এই শিল্পটি উঠে যেত না।আসলে এই সরকারের কুটির শিল্পের বিকাশে কোন রকম পরিকল্পনা না থাকার কারনে শুধু হাত পাখাই নয় কালিয়াগঞ্জের টেরাকোটা শিল্প,কার্পেট শিল্পের সাথে

সাথে ধকরা শিল্পের অবস্থায় বর্তমানে ধুঁকছে।অথচ সরকারের এদিকে নজর থাকলে প্রচুর স্থানীয় হস্ত শিল্পীরা সারা বছর ধরে কাজের সাথে যুক্ত হতে পারতো বলে তিনি মনে করেন।বর্তমানে তাল পাতার হাত পাখাগুলি আসছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে কালিয়াগঞ্জে।বর্তমানে কালিয়াগঞ্জ বিধান সভার ভোট উৎসবের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল গুলোর নেতা ও সমর্থকদের হাতে গরমের হাত থেকে রক্ষা পেতে একটি করে তাল পাতার হাত পাখা শোভাবর্ধন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *