গণতন্ত্রে কন্টাক চুয়াল চাকরি করে জনগণের সেবা করতে চান , মনোনয়নপত্র দাখিল করার পর এক সাক্ষাৎকারে জানালেন কালিয়াগঞ্জ এর সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার
1 min readগণতন্ত্রে কন্টাক চুয়াল চাকরি করে জনগণের সেবা করতে চান , মনোনয়নপত্র দাখিল করার পর এক সাক্ষাৎকারে জানালেন কালিয়াগঞ্জ এর সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার
তনময় চক্রবর্তী ভোট যতই এগিয়ে আসছে ততই যেন কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার রায়গঞ্জের কর্ণজোড়া য় মনোনয়নপত্র দাখিল করার পর এক সাক্ষাৎকারে জানালেন , তিনি জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত। এ ব্যাপারে তার কোন সন্দেহ নেই। প্রভাস বাবু বলেন আজ তিনি এসেছেন জনগণের সেবা করার জন্য কন্টাক চুয়াল চাকরির আবেদন করার জন্য। এই চাকরি পাঁচ বছরের কন্টাক। জনগণের সুখ দুঃখে পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই হবে এই চাকরীর অন্যতম গুরুত্ব। তাই তার কাছে বিজেপি তৃণমূল কংগ্রেস কোন ফ্যাক্টর নয় এই রাজনীতির লড়াই এ। তার কাছে প্রধান ফ্যাক্টর জনগণই।
তিনি বলেন মনোনয়নপত্র দাখিল করতে পেরে তার খুবই ভালো লাগছে। একটা নতুন অনুভূতি হচ্ছে। তিনি বলেন তিনি গ্রামীণ রাজনীতির মানুষ। তাই গ্রাম থেকে এখানে এসে আজকে চাকরির দরখাস্ত করলেন জনগণের সেবা করার জন্য। যার মেয়াদ পাঁচ বছর। প্রভাস বাবু বলেন তিনি যদি জয়লাভ করেন প্রথমেই স্বাস্থ্য ও শিক্ষার দিকে জোর দিবেন।
এছাড়া পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন করাই হবে তার আসল লক্ষ্য। প্রভাস বাবু এদিন আরো বলেন জনগণ হলো গণতন্ত্রের আসল মালিক। এখানে তিনি শুধুমাত্র চাকরির আবেদন করে গেলেন। তিনি বলেন তিনি স্কুলের শিক্ষকতা করে যে টাকা উপার্জন করেন তা দিয়ে যেমন নিজের সংসার চালান। তেমন ই এই কন্টাক চুয়াল চাকরি করে তিনি জনগণের সেবা করতে চান।
তিনি বলেন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীর থেকে তিনি একদমই আলাদা কারণ অন্যান্যরা ভাবে তিনি মালিক কিন্তু তিনি মনে করেন গণতন্ত্রে মালিক জনগণ। আর গণতন্ত্রের সেবা করার জন্য জনগণই তাদের দায়িত্ব অর্পণ করেন তাদের পছন্দমত প্রার্থীকে। এদিন প্রভাস বাবু রায়গঞ্জে সংযুক্ত মোর্চার অন্যান্য প্রার্থীদের সঙ্গে মিছিল করে এসে কর্ণজোড়া তে কালিয়াগঞ্জ এর দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার অতনু মন্ডল এর কাছে তার নমিনেশন পত্র দাখিল করেন।