October 30, 2024

কালিয়াগঞ্জ বিধান সভা আসনে বিজেপির প্রার্থীর পরিবর্তনের দাবিতে আমরন অনশন

1 min read

কালিয়াগঞ্জ বিধান সভা আসনে বিজেপির প্রার্থীর পরিবর্তনের দাবিতে আমরন অনশন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,মার্চ:রাজ্যের বহু জায়গায় বিজেপির দলীয় নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তার সঙ্গে কালিয়াগঞ্জ এর বিজেপি প্রার্থী বিরুদ্ধে দলের বিক্ষোভ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে র। তাই কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রে বিজেপি প্রার্থী পরিবর্তন খুবই জরুরী। আর প্রার্থীপদ প্রত্যাহার না করা হয় তাহলে কালিয়াগঞ্জে বিজেপি কর্মীদের মনোবল যথেষ্ট ভেঙ্গে যাবে বলে মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস। আজ এই দাবি নিয়েই কালিয়াগঞ্জ এর সুকান্ত মোরে আমরণ অনশনে বসলেন বিজেপি কর্মীরা। এদিন গৌতম বাবু বলেন কালিয়াগঞ্জ এ বিজেপি কর্মীরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন করছে। তিনি বলেন কালিয়াগঞ্জ বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে একটি বা দুটি র মধ্যে একটি বিধানসভা যেখানে বিজেপির জয় একেবারে নিশ্চিত । কারণ এখানে একধারে যেমন বহু গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে তেমনই লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ এর মানুষ ৫৬ হাজার ভোটে এগিয়ে রেখেছিল বিজেপি প্রার্থী কে। সেই কারণে কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপি কর্মীরা ভেবেছিলো এখানে একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কোন প্রার্থী হবে দলের। কিন্তু দেখা গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে এমন একজন বহিরাগত ও অস্বচ্ছ প্রার্থী হিসেবে মনোনীত করেছে যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তাই বিগত ১৮ মার্চ থেকে তারা এখানে প্রার্থী বদল এর দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে আসছে। দলীয় নীতি-আদর্শ ভঙ্গ না করে তারা আন্দোলন করে চলছে এখানে। তিনি বলেন কোনো একক প্রার্থীর নামে তারা আন্দোলন করছে না তারা আন্দোলন করছে শুধুমাত্র স্বচ্ছ একজন ভাবমূর্তি সম্পন্ন প্রার্থী দাবিতে। গৌতম বাবু বলেন যেকোনো বিজেপি কর্মী সে বুথ কমিটির সভাপতি হতে পারে কিংবা একজন সাধারণ কার্যকর্তা হতে পারে যেই হোক প্রার্থী তার হয়ে তারা সংঘবদ্ধভাবে লড়াই করে কালিয়াগঞ্জ আসনটি তারা দখল করতে চায়। এই বিগত দিনে তারা পথ অবরোধ যেমন করেছেন তেমনি আজ থেকে আমরণ অনশন কর্মসূচি ও তারা গ্রহণ করেছে। তিনি বলেন গণতান্ত্রিক উপায়ে যদি কোন আন্দোলন হয় তার ফল সুন্দর হতে পারে এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই সেই পদ্ধতিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস এর ফল খুব ভালো হবে আগামী দিনে। গৌতম বাবু বলেন তারা যে আন্দোলন করছেন তাতে দলীয় নেতৃত্ব তাদেরকে সাসপেন্ড করে দিবেন এবং তাদের বিরুদ্ধে নানান রকম ব্যবস্থা নিবেন বলে হুমকি দিচ্ছেন এটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য। তিনি মনে করেন গণতান্ত্রিকভাবে যদি সঠিক ভাবে তারা আন্দোলন করে থাকেন তাহলে তাদের জয় সুনিশ্চিত এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তিনি বলেন আগামী তিন তারিখ অব্দি তারা এই অনশন চালিয়ে যাবেন। কালিয়াগঞ্জ বিজেপির কনভেনার রানা প্রতাপ ঘোষ বলেন, কিছুদিন ধরে বিভ্রান্তিমূলক একটা পরিস্থিতি চলছে এখানে। গত ১৮ তারিখ সৌমেন রায়ের নাম ঘোষণা হওয়ার প্রার্থী হিসেবে। এই নাম পরিবর্তনের জন্য তারা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার আবেদন নিবেদন করেছেন। তবুও এখনো অব্দি প্রার্থী পরিবর্তন হচ্ছে না। এই প্রার্থীর ব্যাপার নিয়ে একাধিকবার কালিয়াগঞ্জ এর বিজেপি কর্মকর্তারা বসে আলাপ আলোচনা করেছেন। কালিয়াগঞ্জ বিধানসভা আসন টি বিজেপির একটি নিশ্চিত জয়ী আসন। কিন্তু এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবার বিধানসভা নির্বাচনে যাকে নিয়ে ব্যাপক জল ঘোলা শুরু হয়েছে।কারণ সেই প্রার্থীর বিরুদ্ধে নানান রকম অভিযোগ ইতিমধ্যে উঠেছে। তা সত্ত্বেও রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী পরিবর্তনের ব্যাপারে কোনো হেলদোল দেখাচ্ছেনা। তাই বাধ্য হয়ে আজ থেকে আমরণ অনশনের ডাক তারা দিয়েছেন। আজ থেকে এই আমরণ অনশন কর্মসূচি যেখানে শুরু হয়েছে ।আজ এই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেন গৌতম বিশ্বাস জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি, রানা প্রতাপ ঘোষ বিজেপির কনভেনার এবং তনময় বিশ্বাস।প্রথম দফার নির্বাচন শেষ।উত্তর দিনাজপুর জেলায় ষষ্ঠ দফা নির্বাচন হবে আগামী ২২শে এপ্রিল।কালিয়াগঞ্জ বিধান সভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোর ভোট যুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে, তখন কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্ব ও সমর্থকেরা কালিয়াগঞ্জে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া ফালাকাটার একজন বিজেপির নেতাকে প্রার্থী করায় কালিয়াগঞ্জের সর্বস্তরের বিজেপির কর্মকর্তাগণ বহিরাগত প্রার্থীর পরিবর্তনের দাবিতে বেঁকে বসেছে গত কয়েকদিন ধরেই।

বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ বলেন আমাদের অনশন চলবে যতক্ষন না পর্যন্ত বহিরাগত প্রার্থীর নাম প্রত্যাহার করে স্থানীয় কোন বিজেপি নেতার নাম নুতন করে দেওয়া হচ্ছে।উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস বলেন বহিরাগত প্রার্থীর ব্যাপারে কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্ব ও সমর্থকেরা ধৈর্যের পরিচয় দিয়েছে।আমরা চাই আমাদের স্থানীয় যেকোন একজন প্রাথীকে দিলে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের প্রার্থী জয়ী হবেই।কারন শহর ও গ্রামাঞ্চলে বিজেপির সমর্থকেরা হা হতাশ করছে এখনো তারা ভোটের প্রচার কাজে নামতে না পারার কারণে।

 

কালিয়াগঞ্জের মানুষ ৫৬ হাজার ভোটে বিজেপির প্রার্থীকে এগিয়ে রেখেছিল।বিজেপির কালিয়াগঞ্জ বিধান সভার কনভেনার রানা প্রতাপ ঘোষ বলেন এখনো সময় আছে রাজ্য নেতৃত্ব আমাদের সমস্যার কথা বুঝে সিধান্ত পাল্টালে আমরা কথা দিছি কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি আমরা বিজেপির রাজ্য নেতৃত্বকে উপহার দিতে পারবো নিশ্চিতভাবেই। কালিয়াগঞ্জ শহরের হনুমান ভবনে বিজেপির নেতৃত্বদের সাথে সাথে ব্লকের সমস্ত কর্মীরা বহিরাগত প্রার্থীর পরিবর্তনের দাবিতে তিন দিন পূর্বেও এক সভা করে তারা প্রার্থী পরিবর্তনের দাবি বিজেপির জেলা নেতৃত্বদের কাছে পাঠিয়েছেন।এই ঘটনার আচ পেয়ে প্রার্থী সৌমেন রায় রায়গঞ্জ থেকে রওনা দিয়ে কালিয়াগঞ্জে আসার পথে মাঝ রাস্তায় বিজেপি সমর্থকদের কাছে বাধা প্রাপ্ত হয়ে রায়গঞ্জে ফিরে যেতে বাধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *