October 30, 2024

কালিয়াগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে নির্বাচনী সচেতনতা শিবির-

1 min read

কালিয়াগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে নির্বাচনী সচেতনতা শিবির-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৬ মার্চ: নির্বাচন কমিশনের নির্দেশে শু ক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের চত্বরে কালিয়াগঞ্জ ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচনী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কালিয়াগঞ্জ ব্লকের সহকারি কৃষি অধিকর্তা গোপাল ঘোষ বলে আপনাদের প্রত্যেকের একটি করে ভোট রাজ্যের সরকার গড়তে বিশেষ ভূমিকা পালন করবে।

আমরা সেই কারণেই নির্বাচন কমিশনের নির্দেশে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে কলমে ভোট দেবার জন্য একটি সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করেছি।নির্বাচন কমিশনের নির্দেশে এবারই প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা নিজের বাড়িতে বসেই তার পবিত্র ভোটটি কারো প্ররোচনায় আকৃষ্ট না হয়ে সরকার গড়ার লঝে ভোট দিতে পারবে বলে জানান।তিনি বলেন আগামী ১১ই এপ্রিল থেকে ১৭ই এপ্রিল এই ভোট নেওয়া হবে বলে জানান।বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচা, রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক বিপ্লব। বিশ্বাস,পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সন্মেলনীর উত্তর দিনাজপুর জেলার সম্পাদক উত্তম গুহ এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং এবং প্রদীপ রায় এবং শুভজিৎ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *