জয়ের হ্যাটট্রিক করতে মহাকর্মী সম্মেলনের মধ্যে দিয়ে বুথ নেতৃত্বদের অক্সিজেন দেওয়ায় পাখিরচোখ আশীষের
1 min readজয়ের হ্যাটট্রিক করতে মহাকর্মী সম্মেলনের মধ্যে দিয়ে বুথ নেতৃত্বদের অক্সিজেন দেওয়ায় পাখিরচোখ আশীষের
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে টানা তৃতীয় বারের জয়ের ধারা অব্যাহত রাখতে খড়গ্রাম বিধানসভার পদমকান্দী গ্রাম পঞ্চায়েতের পাতডাঙ্গা গ্রামে মহাকর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।
উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশীষ মার্জিত, জঙ্গীপুর লোকসভার সাংসদ ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর খলিলুর রহমান, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল হাসনাত, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদ জর্জ,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলী মোমিন,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল, খড়গ্রাম ব্লকের সমস্ত অঞ্চলের প্রধান, উপপ্রধান, সদস্য, সদস্যা,বুথ নেতৃত্ব,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষরা সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও যুব নেতৃত্ব।