দীর্ঘ একবছর পর বুধবার থেকে চালু হতে যাচ্ছে রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন,সাধারণ মানুষ খুশি
1 min readদীর্ঘ একবছর পর বুধবার থেকে চালু হতে যাচ্ছে রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন,সাধারণ মানুষ খুশি
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ মার্চ: অবশেষে রেল দপ্তর দীর্ঘ এক বছর বাদে বন্ধ হয়ে থাকা রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেন চালু করবার সিধান্ত নীল উত্তরপূর্ব সীমান্ত রেল দপ্তর।রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার জানান আগামী কাল বুধবার কাটি হার থেকে প্রথম যাত্রা করবে রাধিকাপুরের উদ্দেশ্যে।প্রতিদিন দুটি করে ট্রেন এই রুটে স্পেশাল ট্রেন হিসাবে যাতায়াত করবে।
এর ফলে সাধারণ মানুষ যে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার মধ্যে ছিল তা আর থাকছেনা।বুধবার থেকে রাধিকাপুর-কাটিহার স্পেশাল ট্রেন চালু হবার খবরে এই এলাকার যাত্রীরা প্রচন্ড খুশি।এছাড়াও দীর্ঘ এক বছর ধরে যারা ট্রেনে হকারী করে জীবন জীবিকা নির্বাহ করতো তারা আবার ট্রেনে হকারী করে জীবন যাপন করতে পারবে বলে নুতন উদ্যমে কাজে নেমে পড়বে বলে জানা যায়কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন দীর্ঘ একবছর পর রাধিকাপুর-কাটিহার সেকশনে স্পেশাল প্যসেঞ্জার ট্রেন চালু হবার খবের তিনি প্রচন্ড খুশি হয়েছেন।দেরিতে হলেও স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালু করবার সিধান্তের জন্য তিনি উত্তরপূর্ব সীমান্তের কাটিহার ডিভিশনের ডি আর এম কে ধন্যবাদ জানান।