কালিয়াগঞ্জ অনন্য নাট্য থিয়েটার আয়োজিত শিশু কিশোর নাট্য কর্মশালা
1 min readকালিয়াগঞ্জ অনন্য নাট্য থিয়েটার আয়োজিত শিশু কিশোর নাট্য কর্মশালা
তপন চক্রবর্তী, উওর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে শুক্রবার ।অনন্য থিয়েটার আয়োজিত ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় শুরু হল তিন দিনের শিশু কিশোর নাট্য কর্মশালা। ডাক-বাংলো রোডে অনন্য থিয়েটারের নিজস্ব ভবনে এই তিন দিন ব্যাপী শিশু কিশোর কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার,অভিনেতা ও পরিচালক বহরমপুর থেকে আগত প্রদীপ ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।অনন্য থিয়েটারের কর্নধার তথা অভিনেতা বিভু ভূষন সাহা বলেন এই শিশু কিশোর নাট্য কর্মশালায় মোট ২৭জন প্রশিক্ষার্থী অংশ গ্রহন করে।
নাট্য প্রশিক্ষণ চলবে আগামী ২১শে মার্চ পর্যন্ত।নাট্য প্রশিক্ষক তথা অভিনেতা ও পরিচালক প্রদীপ ভট্টাচার্য বলেন উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার দীর্ঘ কয়েক বছর ধরেই এই ধরনের নাট্য কর্মশালা করে আসছে যা অভিনন্দনযোগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জন মোদক,শান্ত বণিক,প্রদীপ কুন্ডু সহ অনেকেই।