October 30, 2024

‘‌নিরপেক্ষভাবে কাজ করুন’‌ রাজ্যের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি মোদির

1 min read

‘‌নিরপেক্ষভাবে কাজ করুন’‌ রাজ্যের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি মোদির

পুরুলিয়ার ভাঙড়ার সভা থেকে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তৃণমূলের মদতে রাজ্যে হিংসা, অত্যাচার, মাফিয়ারাজ চলছে বলেও দাবি করেন তিনি। মোদির অভিযোগ, বিজেপি কর্মীদের হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। বহু পরিবারের সদস্যরা বিজেপি করতে গিয়ে খুন হয়েছেন বলেও দাবি করেন তিনি। রাজ্যে বিজেপি ক্ষমতায়

এলে প্রত্যেক অত্যাচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।গতকালও উত্তর ২৪ পরগণায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। পরোক্ষভাবে সেই প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মোদি। সকল পুলিশ অফিসারদের সংবিধান মেনে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জঙ্গলমহলের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আর ভয় নয়, এবার জয় হবে। তাঁর দাবি, মানুষ এই ভোটে সবকিছুর জবাব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *