January 1, 2025

করোনা মোকাবেলায় জেলা তৃণমূল যুব সভাপতি গৌতম পালের তৎপরতায় ইটাহার থানা পেল করোনা মোকাবেলার জন্য বিশেষ সামগ্রী

1 min read

করোনা মোকাবেলায় জেলা তৃণমূল যুব সভাপতি গৌতম পালের তৎপরতায় ইটাহার থানা পেল করোনা মোকাবেলার জন্য বিশেষ সামগ্রী

শংকর গুপ্তা।। করোনা ভাইরাস মোকাবেলায় যুদ্ধকালীন তৎপরতায় নিজেদের জীবনকে বাজি রেখে কাজ করে চলছে আর পাঁচটা জায়গার  সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা কর্তৃপক্ষ।

তাই তাদেরকে আরো উৎসাহিত করতে আজ  জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং

ইটাহার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় ইটাহার থানার ওসি অভিজিৎ দাশ এর  কাছে পিপি কিট, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল গান,

এক্সপ্রে স্যানিটাইজার, এক্সপ্রে মেশিন এবং তার সঙ্গে লিকুইডের  জার দেওয়া হয়। যা  পেয়ে অত্যন্ত খুশি ইটাহার থানা কর্তৃপক্ষ।

উত্তর দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল বলেন, করণা মোকাবেলায় ইটাহার থানা যেভাবে মানুষের পাশে রয়েছে এবং কাজ করছে তা প্রশংসার যোগ্য।

থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক পুলিশ রা সব সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।

তাই এই সময় তারা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে  তাদের পাশে থেকে তাদেরকে কিছু করোনা মোকাবেলা করার জন্য সামগ্রী তুলে দেওয়া হয়। তিনি বলেন তারা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভাবেই কাজ করতে থাকবে আগামী দিনেও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..