রায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের কোয়ারেন্টিনে থাকা দুই হাজার পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবার পৌঁছে দিল বিজেপি দলের পক্ষ থেকে
1 min readরায়গঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের কোয়ারেন্টিনে থাকা দুই হাজার পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবার পৌঁছে দিল বিজেপি দলের পক্ষ থেকে
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান সভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের কোয়ারেন্টিনে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন তাদের সংখ্যা নেহাত কম নয়।সেই সমস্ত দুই হাজার পরিযায়ী শ্রমিকদের মঙ্গলবার দুপুরে রান্না করা খাদ্য সামগ্রী বিজেপি দলের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হল।যার মধ্যে শুধু ডাল ভাতই ছিলনা।ছিল বিরিয়ানি সহ ডিমের ঝোল সহ বিভিন্ন ধরনের সুস্বাদু রান্না করা খাদ্য সামগ্রী।পরিযায়ী শ্রমিকদের এই খাবার আয়োজন দেখে তারা অনেকেই হতবাক।পরিযায়ী শ্রমিকরা বিজেপি দলের কর্মকর্তাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়ে বলে পরিযায়ী শ্রমিকদের জন্য এত ভালো খাবার দেবার জন্য তারা দলের সমস্ত স্তরের কর্মীদের ধন্যবাদ জানায়।দেবার জন্ উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন পরিযায়ী শ্রমিক মানেই তাদের জন্য বরাদ্দ শুধু ডাল আর ভাত এটা বিজেপি কোন ভাবেই মানেনা।
তাদেরও ভালো মন্দ খাবার অধিকার আছে।আমরা তাই আমাদের রায়গঞ্জের জেলা দলীয় কার্যালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ যত্ন সহকারে রান্না করে তাদের খাবার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেবার ব্যবস্থা করা হয়।মঙ্গলবারের এই রান্না করা খাবারের ব্যবস্থাপনায় ছিল রায়গঞ্জের সর্বস্তরের বিজেপির জেলা নেতৃত্ব থেকে সাধারণ সমর্থকেরা। বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন রাজ্যে একটা সরকারের বদলে ক্লাব চলছে।ফলে করোনা ভাইরাসের মত গুরুত্বপূর্ন রোগ নিয়ে এই সরকার লেজেগোবরে হয়ে গেছে।তিনি বলেন পরিযায়ী শ্রমিকরা এলেও এখনো তাদের চিকিৎসার কোন প্ৰকৃত ব্যবস্থা নেই।পরিযায়ী শ্রমিকরা অনেকেই আসার সাথে সাথে তাদের কোন রকম পরীক্ষা ছাড়াই হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।