রায়গঞ্জে খুদে ফুটবলারদের পাশে ত্রাণ নিয়ে হাজির টাউন ক্লাব ও ভেটারেন্স ক্লাব
1 min readরায়গঞ্জে খুদে ফুটবলারদের পাশে ত্রাণ নিয়ে হাজির টাউন ক্লাব ও ভেটারেন্স ক্লাব
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের অনুর্ধ ১৩এবং১৪ বছরের উঠতি ফুটবলাররা বিগত দুই মাসের উপর থেকে ঘরবন্দি।মাঠের সাথে কারো কোন সম্পর্ক নেই।
করোনা সংক্রমনের লকডাউনের কারনে বন্ধ হয়ে আছে লীগের খেলা।আর্থিক উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ত্রাণের উপর চেয়েচিন্তে ফুটবলারদের চলছে পরিবার।এরপর ঈদ উৎসব।যার কারনে সবার মন খারাপ।এর মধ্যেই খুদে ফুটবলারদের সামনে এসে হাজির হলেন তাদের মুখে হাসি ফোটাতে হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেবার জন্য ।উপস্থিত ছিলেন রায়গঞ্জ টাউন ক্লাবের ক্রীড়া সম্পাদক অরিজিৎ ঘোষ এবং এবং রায়গঞ্জ ইনস্টিটিউটের সম্পদক সুশান্ত রায় ,কৌশিক দত্ত সহ।অনেকেই।