জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে লকডাউনের মাঝেই পালিত হল নজরুল জন্ম জয়ন্তী
1 min readজেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে লকডাউনের মাঝেই পালিত হল নজরুল জন্ম জয়ন্তী
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়ায় অবস্থিত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্দ্যোগে করোনা ভাইরাসের কারনে লকডাউন চলার মধ্যেও কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম জয়ন্তী পালন করা হল একটি অনাড়ম্বর অনুষ্ঠানের
মধ্য দিয়ে।নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠানে নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দান করা হয় তথ্য দপ্তরের আধিকারিকদের মাধ্যমে।অনাড়ম্বর অনুষ্ঠান হবার ফলে সাংস্কৃতিক জগতের উত্তর দিনাজপুর জেলার অনেকেরই মন বিষন্ন।
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দীর্ঘ দিনের আধিকারিক সুব্রত সাহা বলেন এই মুহূর্তে লকডাউনের প্রক্রিয়া চলার কারনে
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এ ছাড়া কোন উপায় ছিলনা।আগামীতে অবশ্যই আমরা কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আমরা আড়ম্বরের সাথেই পালন করবো।