প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাসের দুর্নীতির বিরুদ্ধে উত্তর দিনাজপুর গ্যাস ডিলারদের সামনে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন
1 min readপ্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাসের দুর্নীতির বিরুদ্ধে উত্তর দিনাজপুর গ্যাস ডিলারদের সামনে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার সর্বত্র প্রধানমন্ত্রী উজ্বলা গ্যাস প্ৰকৃত প্রাপক গনকে না দিয়ে কালোবাজারি করছে এক শ্রেণীর গ্যাসের ডিলারগন।এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ খরমুজা ঘাটের গ্যাস ডিলার সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে থাকা গ্যাস ডিলারদের বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচি পালন করে বলে জানা যায়।
শুক্রবার উত্তর দিনাজপুর জেলার পানিশালায় ভারত পেট্রোলিয়ামের টেরিটোরি ম্যানেজারকে উজ্জ্বলা গ্যাসের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন অভিজিৎ রায়,আনন্দ ভৌমিক সহ বিজেপির সমর্থকেরা।অভিজিৎ রায় বলেন ২০১৬সালে প্রধান মন্ত্রী দুস্থ্য
মহিলাদের উজ্বলা গ্যাস দেবার ব্যবস্থা হলেও বেশ কিছু ডিলার গরিবদের গ্যাস নিয়ে কালোবাজারি করছে বলে জানান।ভারত পেট্রোলিয়ামের টেরি টোরি ম্যানেজার ডেপুটেশন কারীদের জানান কালোবাজারি হচ্ছে এই ধরনের অভিযোগ পেলে সেই সব ডিলারদের
বিরুদ্ধে যেমন ব্যাবস্থা নেওয়া হবে তেমনি যারা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তাদের গ্যাস দেবার ব্যবস্থ্যা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।শুক্রবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী উজ্বলা গ্যাসের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
We also accept AmEx MasterCard credit cards buy cialis and viagra online In our study, younger patients 18 65 years had higher chances of continuing tadalafil OaD vs older patients
both ED and the signs and symptoms of BPH what is priligy tablets Basic Pros and Cons of REX MD
that authorization was dictated to me personally by Heydrich, as he had also done with the letters of invitation to the Secretaries of State, as he wanted it written subsequently, it was subsequently brought to him by his staff and signed by him online generic cialis
In the study N 72 subjects , 2 such events were reported following administration of tadalafil symptomatic hypotension in one subject that began 10 hours after dosing and lasted approximately 1 hour, and dizziness in another subject that began 11 hours after dosing and lasted 2 minutes cialis buy Continue reading Rain Garden Plant Selection for Western Nebraska
clomid bodybuilding Is it ok to take FertileCM with omega supplements fish oils.
This leads to greater tear evaporation and increased risk of dry eye symptoms. doxycycline dosage 7D, F, and G, indicative of dependency on cell attachment.