October 24, 2024

করণদিঘী ব্লকে পয়লা বৈশাখে করণ রাজার মেলা হচ্ছে না

1 min read

করণদিঘী ব্লকে পয়লা বৈশাখে করণ রাজার মেলা  হচ্ছে না

প্রদীপ সিনহা করোণা ভাইরাস জের উওর দিনাজপুর জেলার করণদিঘী  ব্লকে  পয়লা বৈশাখে ৪০০ বছরের  ঐতিহ্য বাহি করণ রাজার মেলা এবছর হচ্ছে না।

 এই মেলায় উওর দিনাজপুর জেলা একাধিক গ্রাম শহর থেকে  বহু লোক আসতো।  বৈশাখ দিন থেকে মেলা চলত ২৫ দিন ধরে । তবে এবছর পুরোপুরি মেলা বন্ধ সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন সহ করণদিঘী গ্ৰাম পঞ্চায়েত মেলা কমিটি । মেলা বন্ধ রাখতে প্রশাসন মাইক দিয়ে  প্রচার চালাছে।

করণদিঘী বিডিও বিজয় মোক্তান বললেন, করণদিঘী মেলা সহ করণদিঘী ব্লকের  ভারত বাংলাদেশ সীমান্তে খুড়কা মিলন মেলা হয়ে থাকে প্রতেক বছর পয়লা বৈশাখে ।

 বিএসএফ উচ্চ প্রদস্থ আধিকারিকদের পক্ষ  থেকেও  মাইকিং করা হছে  মেলা বন্ধ  রাখার ।করণদিঘীর সমাজ সেবী  কালু পাল বলেন এবছর মেলা বন্ধ থাকবে করোণা ভাইরাস জন্য তাই জনগনের কাছে অনুরোধ এবছর করণদিঘী মেলাতে কেউ আসবেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *