December 22, 2024

করোনা মোকাবেলায় কালিয়াগঞ্জ পুরসভা দিল ৫ লক্ষ্য টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

1 min read

করোনা মোকাবেলায় কালিয়াগঞ্জ পুরসভা দিল ৫ লক্ষ্য টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

তনময় চক্রবর্তী করোনা মোকাবেলায় দেশ জুড়ে লকডাউনের জেরে ক্রমশ তালানিতে ঠেকেছে দেশের অর্থনীতি।তাই করোনা মোকাবেলায় রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে  খোলা হয়েছে ত্রান তহবিল।সেই মতে মঙ্গলবার রাজ্য সরকারের ত্রান তহবিলে ৫ লক্ষ্য টাকা অনুদান করলো উত্তর দিনাজপুর জেলার ১৭ ওয়ার্ড বিশিষ্টি ডি ক্যাটাগরি  কালিয়াগঞ্জ পুরসভা।মঙ্গলবার পুরসভায়  পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল সাংবাদিক সম্মেলন করে জানান।এদিন অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন  উপ-পুরপ্রধান বসন্ত রায়,কার্যনির্বাহী আশুতোষ বিশ্বাস ও ফাইনান্স অফিসার ছট্ট আগরওয়াল যৌথ সাংবাদিক বৈঠক করে জানান।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল জানান  করোনা   মোকাবেলা আমাদের সকলকে

ঐক্যবদ্ধ ভাবে করতে হবে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে করোনা মোকাবেলায় যে ভাবে  ঝাঁপিয়ে পড়েছে তা আমাদের কাছে সত্যিই অনুপ্রাণিত করেছে।তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কালিয়াগঞ্জ এর মত ছোট্ট একটি পৌরসভা ৫ লক্ষ টাকা  দিয়েছে। পৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন,কালিয়াগঞ্জ পৌরসভা একটি গ্রুপ ডি পৌরসভা। কিন্তু বর্তমানে করোনা নিয়ে যে আর্থিক  মন্দা রয়েছে আমরা ছোট্ট পৌরসভা হলেও  মানুষের উদ্যোগে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কালিয়াগঞ্জ পৌরসভা তরফ থেকে ৫ লক্ষ ১ টাকা  রিলিফ ফান্ডে দান করেছি। যেভাবে কালিয়াগঞ্জ এর মানুষের স্বার্থে আমরা পরিষেবা দিচ্ছি সেই ভাবে এই টাকাটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাজে আসুক  সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *