দক্ষিণ দিনাজপুর জেলার কমপক্ষে পাঁচ হাজার শ্রমিক ভিন রাজ্যে অসহায় অবস্থায়, বালুরঘাটের সংসদ সমস্যা মেটাতে তৎপর হলেন
1 min readদক্ষিণ দিনাজপুর জেলার কমপক্ষে পাঁচ হাজার শ্রমিক ভিন রাজ্যে অসহায় অবস্থায়, বালুরঘাটের সংসদ সমস্যা মেটাতে তৎপর হলেন
তপন চক্রবর্তী-বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর-করোনার কারনে দক্ষিণ দিনাজপুর জেলার কমপক্ষে পাঁচ হাজার শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে পড়ায় ভীষণ সমস্যার মধ্যে রয়েছে বলে জানা যায়।বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার রবিবার কিছুক্ষন আগে এই প্রতিবেদককে বলেন দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকরা তাকে গত দুইদিন ধরে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য বার বার ফোন করলেও এই মুহূর্তে কিছু করার নেই।যদিও সাংসদ সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘট না জানিয়েছেন বলে জানান।
বালুরঘাটের সাংসদ সুকান্তবাবু জানান যে সমস্ত শ্রমিকরা যে রাজ্য থেকে তাকে ফোন করে তাদের সমস্যার কথা জানাচ্ছেন তিনি সেই সমস্ত রাজ্যের সাংসদ দের সাথে যোগাযোগ করছেন।এই মুহূর্তে চারটি রাজ্যের সাংসদ দের সাথে যোগাযোগ করতে পেরেছেন।যেমন রাজস্থান,ছত্রিশগর,মহারাষ্ট্র এবং কেরল।দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত শ্রমিকরা এই সমস্ত স্থানে আছে তাদের থাকা এবং খাবার যাতে কোন অসুবিধা না হয় সেই এলাকার সাংসদেরা তার ব্যবস্থা করেছেন বলে সুকান্ত বাবু জানান।এখনো অনেকের ব্যবস্থ্যা করা সম্ভব হয়নি বলে জানান।এই সংবেদনশীল ব্যাপারটি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছেও খবর আছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা সুকুমার দে।তিনি বলেন জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।জানা যায় পেটের দায়ে কাজ করতে গিয়ে বর্তমানে হাতে তাদের অর্থকরী না থাকায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা যায়।যদিও লকডাউন শেষ না হওয়া পর্যন্ত তাদের আসার কোন রকম সম্ভাবনা নেই বলেই সবাই মনে করছে।